সুদীপ পাল,বর্ধমানঃ
জাতীয় সড়ক ২ এর বুদবুদ থানার কোটা গ্রামে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল এক পড়ুয়া।পানাগড় থেকে কোটা গ্রামের সিমেন্ট কারখানার দিকে পানাগড় শিল্পতালুকের রাস্তা ধরে দ্রুত গতিতে যাচ্ছিল ডাম্পারটি।গতি বেশি থাকার জন্য সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ড্রাইভার। কোটা গ্রামের চৌমাথার কাছে ধাক্কা মারে সোমিধী দাস (১৮) নামে এক পড়ুয়াকে।গুরুতর অবস্থায় তাকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দ্রুত অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে দুর্গাপুরের এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে।আজ দুপুরে এই দুর্ঘটনার পর এলাকার মানুষ রাস্তায় নেমে ক্ষোভ দেখাতে থাকেন।তাঁদের অভিযোগ,এলাকাটি শিল্পতালুক নামে পরিচিত তার মানে এই নয় যে বেপরোয়া ভাবে ডাম্পার সহ কারখানার গাড়ি চালানো হবে। অথচ এখানে নিয়মিত তাই হয়।বাসিন্দাদের অভিযোগ ঐ রাস্তায় হাঁটতে ভয় লাগে মানুষের,কখন যে বেপরোয়া গাড়ি এসে ধাক্কা মারবে।বুদবুদ থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখান সাধারণ মানুষরা।পুলিশের আশ্বাস দিয়েছে শিল্পতালুকের এই মোড়ে দুর্ঘটনা রোধ করতে পদক্ষেপ নেওয়া হবে। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুনঃ অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584