নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর খড়্গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বিধায়ক মৃগেন মাইতির মৃত্যুর পর মেদিনীপুর খড়্গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদটি ফাঁকা ছিল । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই পর্ষদের চেয়ারম্যান হিসাবে কেশপুরের বিধায়ক শিউলি সাহার নাম ঘোষণা করেন।
সোমবার মেদিনীপুর শহরে মেদিনীপুর খড়্গপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ে এসে কেশপুরের বিধায়ক শিউলি সাহা চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।দায়িত্বভার গ্রহণ করার পর মেদিনীপুর খড়্গপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক ও কর্মীদের সাথে কথা বলেন নব নিযুক্ত চেয়ারম্যান । মেদিনীপুর খড়্গপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর বিধায়ক শিউলি সাহা বলেন, এর আগে বিধায়ক মৃগেন মাইতি চেয়ারম্যান ছিলেন ।
তিনি আমার প্রণম্য । তিনিও বিধায়ক ছিলেন। কারণ আমরা কাজ করতে জানি। তাই বিধায়ক থাকলেও মেদিনীপুর খড়্গপুর পর্ষদের কাজ করার ক্ষেত্রে কোন অসুবিধা হবে না। নির্বাচনের আর কয়েক মাস বাকি। তাই সকলকে নিয়ে যে কাজগুলি বাকি রয়েছে তা তিনি দ্রুত শেষ করবেন বলে জানান।
আরও পড়ুনঃ ক্রান্তি ব্লকে সিলমোহর, খুশির হাওয়া উত্তরবঙ্গ জুড়ে
সেই সঙ্গে তিনি বলেন আমি এই উন্নয়ন পর্ষদের মেম্বার ছিলাম ,আগে মিটিং এ এসেছি। তাই কাজ নিয়ে আমার অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার উপর ভরসা রেখেছেন।
তাই আমি মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই । আগামী দিনে মেদিনীপুর খড়্গপুর উন্নয়ন পর্ষদের মাধ্যমে মেদিনীপুর খড়্গপুর শহরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে বলেও তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584