নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
শিলিগুড়িতে কলেসেন্টারে হানা তেলেঙ্গানা পুলিশের। এরপর সাতজনকে গ্রেফতার করল পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় তেলেঙ্গেনা পুলিশের বিশেষ দল শিলিগুড়ির মাটিগাড়া ও ভক্তিনগর এলাকায় অভিযান চালায়।
এর মধ্যে মাটিগাড়া এলাকা থেকে তিনজন ও ভক্তিনগর এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়। ধৃত সাতজন হল অজয় কুমার শা,জিতেন্দ্রকুমার পন্ডিত, বিজয় শা, মহম্মদ নুর আলম, বিনোদ শা,রাকেশ কুমার,সজন হালদার। এদিন ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।
আরও পড়ুনঃ ফুলবাড়ির বর্ডার সংলগ্ন এলাকা থেকে নিষিদ্ধ ইনজেকশন সহ গ্রেফতার ৩
তেলেঙ্গানার সার্কেল ইন্সপেক্টর এম রবিন্দ্রর রেড্ডি জানান, অভিযোগের ভিত্তিতে তারা তদন্তে নামে। এবং সারা ভারতবর্ষ জুড়ে ধৃতরা প্রতারনা করত। তদন্তের সার্থে ধৃতদের নিজেদের হেফাজতে নেয়া হয় এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584