মাস্কহীন ঘোরাঘুরি, মেখলিগঞ্জে গ্রেফতার ৭

0
32

মনিরুল হক, কোচবিহারঃ

করোনা আবহের মাঝে সাধারণ মানুষকে সচেতন করতে করতে প্রায় হাঁপিয়ে গেছে প্রশাসনিক আধিকারিকরা। তারপরেও মানুষ সচেতন হয় নি। তাই বাধ্য হয়ে যারা মাস্কহীন ভাবে ঘোরাঘুরি করছে তাদের দৌরাত্ম্য রুখতে মেখলিগঞ্জের বিভিন্ন হাট বাজারে বিশেষ অভিযান চালায় মেখলিগঞ্জ থানার পুলিশ।

people | newsfront.co
নিজস্ব চিত্র

অভিযান চালিয়ে মঙ্গলবার ৭ জন মাস্কহীন ভাবে ঘোরাঘুরি করা ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এদিন এবিষয়ে মেখলিগঞ্জ থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী জানান, ‘প্রশাসনের তরফ থেকে বারবার মাস্ক ছাড়া বাড়ির বাইরে বের হতে বারণ করা হয়েছে। কিন্তু কিছু মানুষ তা মানছে না।

আরও পড়ুনঃ অস্থায়ী টোল প্লাজা কর্মীদের বিক্ষোভ সুতিতে

তাই আজ মেখলিগঞ্জের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।’ তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, মেখলিগঞ্জ থানার দায়িত্ব নেওয়ার পর ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে গরুর পাচারকারী থেকে শুরু করে ফেনসিডিল সহ একাধিক অপরাধীদের গ্রেফতার করেছে মেখলিগঞ্জ থানার পুলিশ।

যা নিয়ে মেখলিগঞ্জবাসী স্বস্তির নিশ্বাস নিচ্ছে। সীমান্তের এই মেখলিগঞ্জের একাধিক অপরাধ মুলক কাজ সংঘবদ্ধ হয় যার দৌরাত্ম্য নতুন ওসি রুখে দেবেন বলে আশাবাদী সকলেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here