বেলপুকুরে পাচারের পূর্বে উট উদ্ধার

0
74

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ

গোপন সূত্র মারফৎ খবর পেয়ে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের বেলপুকুর থেকে সাতটি উটকে উদ্ধার করল কুশমন্ডি থানার পুলিশ।

camel | newsfront.co
উদ্ধারকৃত উট ৷ নিজস্ব চিত্র

পুলিশ সূত্রে জানা যায় গতকাল গভীর রাতে পাচারকারীরা উট গুলিকে কুশমন্ডি ব্লকের একটি ফরেস্টে এনে জড়ো করে। যদিও পাচারের পূর্বেই পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা উট গুলিকে উদ্ধার করে।

কুশমন্ডির স্থানীয় বাসিন্দা সূত্রে জানাযায়,বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকা হওয়ায় বিগত দিনেও বারবার কুশমন্ডি থেকে উট উদ্ধার করেছে পুলিশ। যদিও সংরক্ষণের অভাবে বহু উট বিগত দিনে থানাতেই মারা গেছে। স্থানীয় জনগনের দাবি প্রশাসন উটগুলোকে সঠিক রক্ষণাবেক্ষণ করুক যাতে নতুন করে আর কোন উটের মৃত্যু না হয়।

আরও পড়ুনঃ ৪৮ ঘন্টার মধ্যে চুরি যাওয়া ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেফতার চোর

উট উদ্ধারের প্রসঙ্গে মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস জানান,”গতকাল গভীর রাতে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে গোপন সূত্র মারফত খবরের ভিত্তিতে ৭টি উট উদ্ধার করে,আমরা সমস্ত রিপোর্টে পাঠিয়েছি আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি কে বা কারা এর সাথে যুক্ত তার তদন্ত করা হচ্ছে” ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here