পিয়ালী দাস,বীরভূমঃ
বীরভূমের খয়রাশোলে তৃনমূল কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অভিযুক্ত সাত গ্রেফতার।ধৃতরা প্রত্যেকেই সিপিএম কর্মী।ধৃতদের ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।সোমবার বীরভূমের খয়রাশোলে গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী শেখ আফজাল।
গুলি চলার ঘটনায় অভিযোগের আঙুল ওঠে সিপিএমের দিকে। প্রসঙ্গত,সোমবার সকালে বীরভূমের খয়রাশোলে গ্রামের রাস্তায় লাল ঝান্ডা নিয়ে মিছিল করছিলেন সিপিএম কর্মী সমর্থকরা।মিছিলের পর গ্রামেরই মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা।
অভিযোগ,সভা শেষ হতেই হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।আর এরপরই তৃণমূল কর্মী শেখ আফজালের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।শেখ আফজালকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বছর ৩৪-এর শেখ আফজালের পেটে গুলি লাগে তার।সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।গুলি চলার ঘটনায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল অভিযোগ করেন, সিপিএমের লোকেরাই হামলা চালিয়েছে। এরপরই এদিন সাত সিপিএম কর্মীকে গ্রেফতার করে খয়রাশোল থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584