সংক্রমণ রুখতে মাথাভাঙায় ৭ দিন লকডাউন

0
34

মনিরুল হক, কোচবিহারঃ

করোনা সংক্রমণ রুখতে আগামী ৭দিন মাথাভাঙা শহরে সম্পূর্ণ লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নিলেন মাথাভাঙা মহকুমা প্রশাসন। শনিবার মাথাভাঙায় স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ভিডিও কনফারেন্সে একটি বৈঠক করেন মাথাভাঙা মহাকুমার শাসক। এদিন ওই বৈঠকে ছিলেন মাথাভাঙার বিধায়ক তথা মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, পৌরসভার প্রশাসক মন্ডলী, চেয়ারম্যান লক্ষপতি প্রামানিক, স্বাস্থ্য আধিকারিক সহ বিভিন্ন কর্তারা।

two boy | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন সভা শেষে মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন বলেন, ভিডিও কনফারেন্সে মাথাভাঙা মহাকুমার শাসকের সাথে এই বিষয়ে আলোচনা হয়। সেই আলোচনায় সিদ্ধান্ত হয় আগামী ২৮ শে জুলাই থেকে ৩ রা আগস্ট পর্যন্ত মাথাভাঙা শহর পুরো লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হল। শুধুমাত্র বিদ্যুৎ এবং ওষুধের দোকান খোলা থাকবে। বাদ বাকি সমস্ত দোকানপাট যানবাহন , অফিস কাছারি ব্যাংক সব বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ স্বাস্থ্যবিধি মেনে সারতে হবে ইদের নামাজপাঠ, কোরবানি

বিনয় বাবু মাথাভাঙা মহকুমাবাসীর উদ্দেশ্যে সকলকে অনুরোধ করেন করোনা মোকাবিলায় সকলে যেন এই লকডাউন সম্পূর্ণভাবে মেনে চলে। সরকারি যে সমস্ত বিধি নিষেধ গুলো আছে সেগুলো যেন মেনে চলা হয়। কেউ যদি এই সিদ্ধান্তের অমান্য করে তাহলে সরকারি নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি মাথাভাঙা শহরে এক ব্যক্তির করোনা পজিটিভ হয়।

পাশাপাশি একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসক করোনায় আক্রান্ত হন। জানা গেছে, বর্তমানে মাথাভাঙা শহরের ৮ নং ওয়ার্ডে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। ওই এলাকা বাঁশের ব্যারিকেড দিয়ে সিল করে দেওয়া হয়েছে। কারণ ওই এলাকার এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। এই নিয়ে মাথাভাঙ্গায় এখন আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। মানুষ ঘর থেকে বের হচ্ছেন না।

আরও পড়ুনঃ সাপ্তাহিক লকডাউনে বন্ধ থাকবে রেশন দোকান! পরিবর্তে খোলা সোমবার

কিন্তু কিছুদিন আগেও মানুষকে দেখা গেছে সরকারি বিধি নিষেধ অমান্য করে বাইরে বেরোতে ,মাস্ক ব্যবহার না করতে, সামাজিক দূরত্ব না বজায় রেখে ঘুরে বেড়াতে। কিন্তু শহরের ৮ নং ওয়ার্ডে করোনা আক্রান্ত হওয়ায় পর মাথাভাঙা শহর তৎসংলগ্ন এলাকা মানুষ স্বতঃস্ফূর্তভাবে লকডাউন মেনে চলছেন। সব মিলিয়ে মাথাভাঙা শহরে করোনা গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা থেকে যাচ্ছে বলে আগামী সাতদিন সম্পূর্ণভাবে লক ডাউন ঘোষণা করা হল৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here