তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে ব্রজ গোপীকা সেবা মিশনের উদ্যোগে সাতদিন ব্যাপী বিশ্বের পঞ্চম মৌলিক জগদগুরু শ্রী কৃপালুজি মহারাজের প্রিয় প্রচারক স্বামী শ্রীযুগল শরনজীর ধর্মীয় অনুষ্ঠান মহাসমারোহে উদ্বোধন হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতা কার্তিক চন্দ্র পাল।
স্বামী যুগল শরনজী হিন্দি, ইংরেজী ও বাংলা ভাষায় প্ৰবচনের মাধ্যমে মানুষের জীবনের চরম লক্ষ্য,ঈশ্বরের স্বরূপ,ভগবৎকৃপা,শরণাগতি,আত্বস্বরূপ এবং বৈরাগ্যর স্বরূপ,ঈশ্বর প্রাপ্তির উপায়,কর্ম ও কর্মযোগ,জ্ঞান ও জ্ঞানযোগ ও ভক্তিযোগ নিয়ে অসাধারন বক্তব্য রাখেন।স্বামী যুগল শরনজী সমাজের শিথিল দিশেহারা ও জ্ঞানপিপাসু যুবসমাজকে সঠিক পথে পরিচালিত হবার জন্য আহবান জানান।জানা যায় স্বামী শ্রীযুগল শরনজীর কর্মজীবন শুরু হয় ভারত সরকারের একজন প্রথম শ্রেণীর উচ্চ পদস্থ বৈজ্ঞানিক রূপে।
আরও পড়ুনঃ ধর্মীয় অনুষ্ঠানের পরিকাঠামো নির্মাণে দেড়কোটি টাকা বরাদ্দ
পরবর্তীতে জাগতিক বস্তু ও সম্মান গুরুত্বহীন উপলব্ধি হওয়ায় তিনি তার পদে ইস্তফা দিয়ে স্বীয় গুরুদেব শ্রী কৃপালুজি মহারাজের আদেশে ভগবৎ সেবা,বিশ্বশান্তি ও জীব কল্যাণের নিমিত্ত নিজেকে সমপর্ন করেন।স্বামী যুগল শরনজী জগদগুরু শ্রীকৃপালুজি মহারাজের অদ্বিতীয় বিজ্ঞান ভিত্তিক সিদ্ধান্তের প্রচারের মাধ্যমে ভারতের বিভিন্ন প্রান্ত সহ মরিশাস,দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড প্রভৃতি দেশে মানব জীবনের শাশ্বত শান্তি এবং পরম প্রাপ্তির লক্ষে বিশ্বের সর্বত্র প্রচারের কাজে নিজের জীবন সপে দিয়েছেন।
প্রথম দিনের অনুষ্ঠানে কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতন ছিল কানায় কানায় পরিপূর্ণ।অনুষ্ঠান চলবে আগামী ৩রা জুন পর্যন্ত।প্ৰকাশ,এই ধর্মীয় অনুষ্ঠান মারওয়ারী সম্প্রদায়ে ভক্তদের উপস্থিতি লক্ষ্য করার মত হলেও বাঙালি ভক্তদের সংখ্যাও কম ছিলনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584