প্রবল বর্ষণে ধস কেরলে, মৃত ৭ , আটক বহু মানুষ

0
36

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

আজ ভোরে ভয়াবহ ধস নামে কেরলের মুন্নারে এলাকায়। প্রবল বর্ষার ফলেই ধস, তা জানিয়েছেন স্থানীয় মানুষজন। যে এলাকায় ধস নামে সেখানে অন্তত ৮০ জন চা বাগানের শ্রমিক থাকতেন। ইতিমধ্যেই ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, মাটির তলায় আটকে পড়েছেন আরও অনেকে। স্থানীয় মানুষ ও প্রশাসন উদ্ধার কাজ চালাচ্ছে।

Landslide | newsfront.co
ধস। ছবিঃ এএনআই

গত দু’দিন ধরে প্রবল বর্ষণে বিপর্যস্ত কেরলের অনেক জেলা। তার প্রভাবেই আজকের ধস ইড্ডুকি জেলার মুন্নারে। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে বৃষ্টিতে বিদ্যুৎ সংযোগের সমস্যার কারণে।

স্থানীয় মানুষ ও প্রশাসনের তরফে জানানো হয়েছে, ৭ জনের মৃতদেহ পাওয়া গেছে, ১০ জনকে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে; কিন্তু বাকিদের অনেকেই মাটির তলায় আটকে রয়েছেন। এনডিআরএফের একটি দল সেখানে পৌঁছে উদ্ধারকার্য শুরু করেছে, শ্রমিকদের ১০টি বাড়ি ভেঙে পড়েছে ধসের কারণে।

আরও পড়ুনঃ জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গর্ভনর হলেন মনোজ সিনহা, পদত্যাগ করলেন জিসি মুর্মু

ভূমি ও রাজস্ব মন্ত্রী শ্রী ই. চন্দ্রশেখরণ জানান পরিস্থিতি ভয়ঙ্কর, আহতদের আকাশপথে স্থানান্তরিত করার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী শ্রী পিনারাই বিজয়নের অফিস থেকে জানা গেছে সরকার ভারতীয় বায়ুসেনার কাছে হেলিকপ্টারের জন্য আবেদন জানিয়েছে, আধিকারিকরা জানাচ্ছেন বায়ুসেনার হেলিকপ্টার শীঘ্রই পৌঁছচ্ছে, উদ্ধারের কাজে সহায়তার জন্য।

আরেকটি ধসের খবর পাওয়া গেছে শবরিমালা মন্দিরের পাহাড়ী এলাকায়। এরণাকুলাম জেলায় পেরিয়ার নদীতে জলোচ্ছাসের কারণে নদীর ধারে অবস্থিত বিখ্যাত এক শিবমন্দির প্রায় জলমগ্ন। বেশির ভাগ নদী বাঁধের লকগেট খুলে দেওয়া হয়েছে যাতে বন্যা পরিস্থিতির সৃষ্টি না হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here