নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
বিহারের ভাগলপুরে বোমা বাঁধার সময় বড়সড় বিস্ফোরণে প্রাণ হারালেন ৭ জন, আহত অনেকে। ২-৩টি বাড়ি কার্যত ধূলিসাৎ। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা। প্রশ্ন উঠেছে পুলিশের নজরদারি নিয়েও। দিনের পর দিন ধরে চলছে বোমা তৈরির অবৈধ কাজ, পুলিশ কি কিছুই জানেনা! প্রশ্ন স্থানীয়দের।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ আচমকা প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূর পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ভাগলপুর রেঞ্জের ডিআইজি সুজিত কুমার, ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার সেন, সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বাবু রাম-সহ বেশ কয়েকজন শীর্ষস্তরের পুলিশ আধিকারিক। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন ফরেনসিক টিমের আধিকারিকরাও।
আরও পড়ুনঃ গোলা বারুদের আতঙ্ক নিয়ে ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন ভরতপুরের নাজিউর রহমান
নিহতদের ২জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকিদের দেহ একেবারে ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। আহতদের সকলকেই মায়াগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে প্রত্যেকেই বয়স ৩০-৩২ বছরের আশেপাশে। তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584