ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
ছত্তিশগড়ে একই পরিবারে একইসাথে ৭ জনের মৃত্যু, অসুস্থ আরও ৫।সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, হোমিওপ্যাথি ওষুধ সেবনেই এই বিপত্তি। মদের নেশায় আসক্ত হয়েই এই ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।
কারণ ওষুধে রয়েছে ৯১% অ্যালকোহল। জানা গেছে, ওষুধ খাওয়ার পরে রাতেই অসুস্থ হয়ে পড়েন পরিবারের লোকজন। বাড়িতেই মারা যান ৪ জন। বাকি সদস্যদের হাসপাতালে ভর্তি করা হলে পরের দিন বিকেলে আরও ৩জন মারা যান।
छत्तीसगढ़: बिलासपुर में एक ही परिवार के 7 लोगों की मौत हो गई है और 5 की हालत गंभीर है।
CMO ने बताया, ''होमियोपैथिक दवा पीना इन मौतों का कारण हो सकता है क्योंकि वो एल्कोहलिक है। अन्य कारणों को पता करने के लिए भी टीम लगी है। 7 लोगों की मौत हो चुकी है और 5 अस्पताल में भर्ती हैं।'' pic.twitter.com/qQhsceKcYi
— ANI_HindiNews (@AHindinews) May 6, 2021
আরও পড়ুনঃ ভোট পরবর্তী সংঘাতে মৃতের পরিবারকে ২লক্ষ টাকা ক্ষতিপূরণ মমতার
গ্রামের আরও ৫ জন গুরুতর অসুস্থ হন, পরে জানা যায় যে, তারাও একই ডাক্তারের কাছে ওই ওষুধ নিয়েছিলেন।তবে ঠিক কি কারণে মৃত্যু তা স্পষ্ট ভাবে কিছুই জানা যায়নি, শুরু হয়েছে তদন্ত। পুলিশ জানিয়েছে, দ্রুত এর কারণ জানা যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584