নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
উদ্ধার হল ডাইনোসরের ডিম। তাহলে কি পৃথিবীতে এখনও ডাইনোসর রয়েছে? নাহ্, এমনটা একেবারেই নয়। বরং কোনো একযুগে যে পৃথিবীতে ডাইনোসরের অস্তিত্ব ছিল তা আরও একবার প্রমাণিত হয়ে গেল। সম্প্রতি মধ্যপ্রদেশের মান্দলা থেকে পাওয়া গিয়েছে জীবাশ্মে পরিণত হয়ে যাওয়া একটি বা দুটি নয় সাত-সাতটি ডিম।
যেগুলির গড় প্রস্থ ৪০ সেন্টিমিটার এবং গড় ওজন ২ ৬ কেজি। কিন্তু এগুলো যে ডাইনোসরেরই ডিম, সেটা কে বলল? জীবাশ্মে পরিণত হয়ে যাওয়া ডিমগুলি ডাইনোসরের। অন্য কিছুর নয়। এই বিষয়ে সিলমোহর দিয়েছেন ডক্টর হরিসিং গৌর বিশ্ববিদ্যালয়ের জিওলজির অধ্যাপক প্রফেসর পি কে কথল।
আরও পড়ুনঃ ভারতে টাকা ট্রান্সফারের সরকারি ছাড়পত্র পেল হোয়াটস অ্যাপ
তিনি জানিয়েছেন, মধ্যপ্রদেশের মান্দলা পুলিশ হেড কোয়ার্টার থেকে ৪ কিলোমিটার দূরের মোহনটোলায় সম্প্রতি একটা পুকুর খোঁড়ার কাজ চলছিল। সেই সময়েই এই ডাইনোসরের জীবাশ্মে পরিণত হয়ে যাওয়া ডিমগুলি আবিষ্কৃত হয়।
কথল আরও জানিয়েছেন, এক স্থানীয় ছেলের হাতে এই ডিমগুলো প্রথম দেখেন তিনি, তারপর ডিমগুলোকে তিনি স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ ওরফে এসইএম দিয়ে ভালো করে পরীক্ষাও করেন। ডাইনোসরের ডিম হিসেবে নিশ্চিত হওয়ার পাশাপাশি ডিমগুলি পৃথিবীর ক্রেটাসিয়াস পর্বের (আজ থেকে ৬৫ মিলিয়ন বছর আগের) বলেও দাবি করেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584