মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক :
টানা বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গোটা বাড়ি। সেই ধসে যাওয়া বাড়ির নীচেই চাপা পড়ে মৃত্যু হল দুই শিশু সহ সাতজনের। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেলাগাভি এলাকায়। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরেই ভারী বর্ষণে ভিজছে কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চল। সেই ভারী বৃষ্টির জেরেই বুধবার রাত ৯ টা নাগাদ দক্ষিণের রাজ্যে বেলাগাভি এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বাড়ি। ওই বাড়ির ধ্বংসস্তূপের নীচেই আটকা পড়েন বাড়ির সদস্যরা।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর ধ্বংসস্তূপ থেকে সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
Karnataka | Seven people including two kids died in a house collapse incident due to heavy rain in Badala Ankalagi village, Belagavi at about 9 pm yesterday. CM Basavaraj Bommai has announced Rs 5 lakh compensation for the deceased's families. pic.twitter.com/HPUcII5GLq
— ANI (@ANI) October 6, 2021
পরে হাসপাতাল সূত্রে জানা যায়, ওই ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী। শুধুমাত্র ক্ষতিপূরণ দিয়ে দায় সারেননি তিনি। জেলাশাসককে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী বোন্নাই।
আরও পড়ুনঃ সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশে, মৃত ৯
অন্যদিকে, টানা ভারী বৃষ্টির জেরে মুম্বইয়ের থানে এলাকায় অম্বনাথেও একটি বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। সেই ভাঙা পাঁচিলে চাপা পড়ে মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন একজন। পুলিশ সূত্রে জানা যায়, ওই ধ্বংসস্তূপ থেকে আরও দু’জনকে উদ্ধার করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584