সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
জমি সংক্রান্ত বিবাদে উভয়পক্ষের ৭ জন জখম। মারামারি লাইভ ছবি।ঘটনাটি ঘটে ঢোলাহাট থানার দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের বৈরাগীর মোড় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায় হরে কৃষ্ণ দাস মইপিট কোস্টাল থানা এলাকায় বাড়ি।আজ মইপিট থেকে প্রায় ৫০-৬০ জন লোক নিয়ে তার নিজের জায়গায় চাষ করতে আসে দক্ষিণ রায়পুর এলাকায়।তখনই বাধা দেয় তাদেরই শরিক রাজারাম দাসের লোকজন।
আরও পড়ুনঃ ছাত্র পরিষদ-এবিভিপি সংঘর্ষে উত্তাল গলসী কলেজ
জমির মধ্যে গন্ডগোল বেঁধে যায়।মারামারি লেগে যায় লাঠিসোটা নিয়ে।উভয়পক্ষের বেশ কয়েকজন গুরুতর জখম হয়।তাদেরকে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।
রাজা রাম দাস অভিযোগ করেন তাদের ২২ শতক জায়গায় রয়েছে মইপিটিতে সেই জায়গায় চাষ করতে দেয় না হরেকৃষ্ণ দাস,তাই তারা আজকের এখানে তাদের চাষ করতে বাধা দেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584