কোচবিহারে তৃণমূল – বিজেপি সংঘর্ষ, গুরুতর জখম ৭

0
70

মনিরুল হক, কোচবিহারঃ

বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার ১ নম্বর ব্লকের মাঘপালা এলাকা । ওই ঘটনায় তৃণমূল কংগ্রেসের ৭ জন কর্মী আহত হয়েছে।

injured worker | newsfront.co
আহত ৷ নিজস্ব চিত্র

তাঁদের মধ্যে ২ জনকে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে ।

তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির নেতা গণেশ বর্মণ বলেন, “গত কাল আমাদের জনসংযোগ কর্মসূচি ছিল। সেই কর্মসূচি পালন করার সময় জানতে পারি আমাদের মাঘপালা এলাকার কর্মী বিশ্বজিত রায়কে তুলে নিয়ে গিয়ে মারধর করছে বিজেপি- র লোকজন।

আরও পড়ুনঃ রেল পুলিশের অত্যাচারে মেদিনীপুরে হকারের আত্মহত্যা, অভিযোগ

খবর পেয়ে তাঁকে উদ্ধার করতে গেলে বিজেপি কর্মীরা তাঁদের গুলি বোমা নিয়ে হামলা করে। এতে আমাদের ৭ জন কর্মী আহত হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

যদিও বিজেপি পক্ষ থেকে বলা হয়েছে,মাঘপালার ওই ঘটনা পুরোপুরি পারিবারিক। এর সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই। শুধু শুধু বিজেপির উপরে দোষ চাপিয়ে তাঁদের দলের কয়েকজন কর্মীকে পুলিশ তুলে নিয়ে গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here