করোনার দোসর ব্ল্যাক ফাঙ্গাস! রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্ত ৭

0
76

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

করোনার পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, আজ পর্যন্ত রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন ৭ জন। এছাড়া আরও ৮ জনের দেহে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ দেখা দিয়েছে।

black fungus | newsfront.co
প্রতীকী চিত্র। সৌজন্যেঃ টাইমস অফ ইন্ডিয়া

প্রসঙ্গত, বাঁকুড়া সম্মিলনী হাসপাতালে তিনজন ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে বলে জানিয়েছেন ওই হাসপাতালের অধ্যক্ষ চিকিৎসক পার্থপ্রতিম প্রধান। কলকাতার মিন্টোপার্কের একটি বেসরকারি হাসপাতালে ৬২ বছরের এক রোগীর শরীরেও মিলেছে এই ফাঙ্গাস। যদিও ওই রোগী স্বেচ্ছায় বাড়ি চলে যান বলে জানিয়েছেন হাসপাতালের সিইও প্রদীপ টন্ডন।

আরও পড়ুনঃ রিপোর্ট নেগেটিভ আসার পরও মৃত্যু হল প্রাক্তন তৃণমূল বিধায়ক মইনুদ্দিন শামসের

এছাড়া ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে হরিদেবপুরের ৩২ বছরের এক মহিলার। করোনায় আক্রান্ত হয়ে শম্ভুনাথ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। গত বৃহস্পতিবার মারা যান, কলকাতায় ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা এই প্রথম।

আরও পড়ুনঃ রিসেশনের ছোঁয়া কি তবে এবার বিজেপিতে! বেতন পাচ্ছেন না বিস্তারকরা

উল্লেখ্য, করোনা রোগীরাও আক্রান্ত হচ্ছেন ব্ল্যাক ফাঙ্গাসে, তবে সুস্থ শরীরেও এই ফাঙ্গাস সংক্রমিত হতে পারে। গত বৃহস্পতিবার ‘ব্ল্যাক ফাঙ্গাস’কে মহামারি ঘোষণা করেছে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই জারি হয়েছে এই রোগ সংক্রান্ত নির্দেশিকাও, যা রাজ্যগুলিকে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here