মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
গোটা পৃথিবীকে ক্রমশ গিলে ফেলছে করোনা ভাইরাস। এই মুহুর্তে সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৩০লক্ষ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ২ লক্ষেরও বেশি। এই মারণ ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে লকডাউন চলছে আমেরিকা, ইতালি, স্পেন, ভারত-সহ সারা বিশ্বের ১৮৫টি দেশে। করোনার সঙ্গে লড়াইয়ে নেমেছে গোটা পৃথিবী। আর এই লড়াইয়ের একমাত্র অস্ত্র হল ঘরে থাকা। মানুষ সচেতন হলে তবেই আবার সুস্থ করোনামুক্ত পৃথিবীকে ফিরে পাবো আমরা।
অন্যদিকে, এই লকডাউনের কারণে বাড়ছে অনিচ্ছাকৃত মাতৃত্বের সংখ্যা। তৃতীয় বিশ্বের বা মধ্য আয়ের দেশগুলিতে প্রায় ৭০ লক্ষ মহিলা এই ঘটনার শিকার হতে চলেছেন।লকডাউনের কারণে বেড়েছে অত্যাধুনিক মানের গর্ভনিরোধক ওষুধের দাম। সেইজন্যই এত দাম দিয়ে গর্ভনিরোধক ওষুধ কিনতে পারছেন না মহিলারা। ফলে অনিচ্ছাকৃত মাতৃত্বের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এমনটাই জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ।
ইতিমধ্যে ইউএনএফপিএ(UNFPA)-র সমীক্ষায় একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ওই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, লকডাউনের কারণে দাম বেড়ে যাওয়ায় তৃতীয় বিশ্বের বা মধ্য আয়ের দেশগুলিতে ৪ কোটিরও বেশি মহিলার পক্ষে অত্যাধুনিক মানের গর্ভনিরোধক ওষুধ কেনা সম্ভব হচ্ছে না। লকডাউনের আগে পর্যন্ত তৃতীয় বিশ্বের বা মধ্য আয়ের ১১৪টি দেশের প্রায় ৪৫ কোটি মহিলা অনিচ্ছাকৃত মাতৃত্বের থেকে বাঁচতে নিয়মিত ভাবে গর্ভনিরোধক ব্যবহার করতেন যা এখন অনেক ক্ষেত্রেই সম্ভব হচ্ছে না। ফলে বাড়ছে অনিচ্ছাকৃত মাতৃত্বের সংখ্যা।
ইউএনএফপিএ (UNFPA)-এর এগজিকিউটিভ ডিরেক্টর নাটালিয়া কানেম জানান, করোনা ভাইরাসের মারাত্মক প্রভাব পড়তে চলেছে বিশ্বব্যাপী তরুণী ও মহিলাদের উপর। পরিবারকে সুরক্ষিত রাখার জন্য নানারকম বিপদের সম্মুখীন হতে হচ্ছে মহিলাদের। লকডাউন যদি আরও ৬ মাসের জন্য দীর্ঘস্থায়ী হয় তাহলে আবারও ৩ কোটি ১০ লক্ষ গার্হস্থ্য হিংসার ঘটনা বাড়াবে বিশ্বের এই সব দেশগুলিতে। লকডাউন দীর্ঘ দিন ধরে চললে, তার যথেষ্টই প্রভাব পড়বে মহিলাদের উপর। এহেন পরিস্থিতিতে মহিলাদের প্রজননক্ষমতা আর অধিকারকে যে কোনও ভাবেই নিরাপত্তা দিতে হবে। এর জন্য তৃতীয় বিশ্বের বা মধ্য আয়ের দেশগুলিতে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। তবেই অনিচ্ছাকৃত মাতৃত্বের হাত থেকে মহিলাদের বাঁচানো সম্ভব হবে। তা না হলে ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে পারেন প্রায় ৭০লক্ষ মহিলা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584