ওয়েবডেস্ক, নিউজ ফ্রন্টঃ
দেশ জুড়ে চলছে লকডাউন। ঠিক এই সময়ই স্তব্দ কলকাতার বিভিন্ন মসজিদ থেকে ৩৯ জন ইসলামী ধর্মপ্রচারককে উদ্ধার করে কোয়ারেন্টাইনে পাঠাল রাজ্য প্রশাসন। নিউটাউনের মদিনাতুল হুজ্জাজ-এ ওই ধর্মপ্রচারকদের ছাড়াও আরও ১৪ জন বিদেশিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। দিল্লির নিজামুদ্দিনের ঘটনার পরই কলকাতা ও তার লাগোয়া এলাকায় বিদেশি ধর্মপ্রচারকদের খোঁজ শুরু করেছে প্রশাসন। রাতভর তল্লাশিতে উদ্ধার করা হয় মোট ৫৩ জনকে।

মঙ্গলবার রাতে কলকাতার বিভিন্ন মসজিদে হানা দেয় কলকাতা পুলিশের গোয়েন্দারা। বিভিন্ন মসজিদ থেকে উদ্ধার করা হয় বিদেশিদের। তাদের যদিও দাবি, লকডাউন শুরু হয়ে যাওয়ায় আটকে পড়েছিলেন তারা। ফলে মসজিদে থাকা ছাড়া উপায় ছিল না।
আরও পড়ুনঃ আরও এক করোনা পজিটিভ পূর্ব মেদিনীপুরে, জেলায় মোট আক্রান্ত ৩
তবে পুলিশ সুত্রের খবর, জোড়াসাঁকো এলাকার একটি মসজিদ থেকে ১৩ জন বিদেশিকে উদ্ধার করা হয়েছে। এরা সবাই মায়ানমারের নাগরিক। নারকেলডাঙা এলাকার মসজিদ থেকে ১৩ জন বিদেশিকে উদ্ধার করা হয়েছে, এরা সবাই থাইল্যান্ডের নাগরিক। গার্ডেনরিচের একটি মসজিদ থেকে ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার নাগরিকরা। এছাড়াও শহরের বিভিন্ন জায়গা থেকে আরও ১০ জন বিদেশিকে উদ্ধার করা হয়েছে। এরপর এদের নিউ টাউনের মদিনাতুল হুজ্জাজে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এদের মধ্যে কেউ করোনা আক্রান্ত কি না তার ওপর নজর রাখছে রাজ্য স্বাস্থ্য দফতর।
যদিও এদের প্রত্যকের বক্তব্যের সত্যতা যাচাই করছেন গোয়েন্দারা। কেন তাঁরা কলকাতায় ছিলেন। কেনই বা তাঁরা পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেননি, তা খতিয়ে দেখা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584