ক্যানিংয়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দলে জখম একাধিক পুলিশ কর্মী

0
43

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

সোমবার দুপুরে ক্যানিংয়ের গোলাবাড়ি এলাকায় তৃণমূলের গোষ্ঠীকোন্দলে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। এর জেরে বেশ কিছু পুলিশও জখম হয়।

Trinamool Party | newsfront.co
প্রতীকী চিত্র

গতকালের পর আজ সকাল থেকেই এলাকা থমথমে ছিল। পরিস্থিতি নজরে রাখতে চলছে জেলা পুলিশের টহলদারি। এলাকার সমস্ত দোকান – বাজার বন্ধ। গতকালের ঘটনার পর আতঙ্কেই দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের।

সোমবার দুপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত হয়ে ওঠে ক্যানিং। গোলাবাড়ি এলাকায় চলতে থাকে গুলি-বোমা। পরিস্থিতি সামাল দিতে এসে গুলিতে গুরুতর আহত হন একাধিক পুলিশ কর্মী।

আরও পড়ুনঃ কান্দিতে প্রকাশ্য মঞ্চে ডেকে সরকারি আধিকারিকদের ধমক মন্ত্রীর

প্রায় ১৫ জন তৃণমূল কর্মী আহত হন বলে খবর, তালিকায় রয়েছে মহিলাও। স্থানীয় সূত্রে খবর, আজ সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। তবে প্রায় ২৪ ঘণ্টা পর এখনও পরিস্থিতি থমথমে।

আরও পড়ুনঃ এয়ারটেলের নাম করে জালিয়াতি, সতর্ক করছে কলকাতা পুলিশ

ঘটনার দায় অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতারা। স্থানীয় নেতাদের অভিযোগ, এরা দলের কেউ নয়, এরা দুষ্কৃতী। হামেশায় দল বদল করে থাকেন। সব মিলিয়ে ঘটনার দায় এড়িয়ে যান তাঁরা। ঘটনায়, প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তবে কোথা থেকে এত অস্ত্র এল তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তল্লাশি চালাচ্ছে।

ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ত্রাণ নিয়ে দুর্নীতির কারণেই উত্তেজনা ছড়ায়। সকাল থেকেই পরিস্থিতি থমথমে ছিল। এরপর বেলা বাড়তে থাকায় পরিস্থিতি চরমে পৌঁছায়। শুরু হয় দফায় দফায় গোলা বর্ষণ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here