মোহনা বিশ্বাস,কলকাতাঃ
কলকাতার বুকে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচিল ভেঙে ফুটপাথে নেমে গেল একটি হাওড়াগামী বাস। মেটিয়াবুরুজ থেকে হাওড়া যাচ্ছিল বাসটি। রাস্তার ধারে রেলিং ভেঙে ফোর্ট উইলিয়মের পাঁচিলে ধাক্কা মারে বাসটি। বাসের নীচে এক বাইক আরোহী আটকে যান। পরে ক্রেন দিয়ে বাস সরানোর পর উদ্ধার করা হয় ওই বাইক আরোহীকে। তাঁর পরিচয় জানা যায়নি। তবে বাইকে পুলিশ লেখা রয়েছে বলেই জানা গিয়েছে।
মিনিবাসের ভিতরে লন্ডভন্ড হয়ে যায় সিট। বাসের ভিতরে সিট দুমড়ে-মুচড়ে গিয়েছে। ভেঙে পড়েছে জানলার কাচ। আহত হন বাসের ১২ জন যাত্রী। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশ। সঙ্গে হাত লাগান সেনাবাহিনীর জওয়ানরাও। সবাই মিলে আহতদের বাস থেকে বার করে হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার পরই যানজট সৃষ্টি হয় এলাকায়। পরে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ।
আরও পড়ুনঃ রাজ্যের বেশ কয়েকটি জেলায় জারি হলো ‘রেড অ্যালার্ট’, শুক্র-শনি প্রবল বৃষ্টির পূর্বাভাস
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584