নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
মজুত নেই প্রয়োজনীয় কয়লা, ফলে ভয়াবহ বিদ্যুৎ সংকটে অন্ধ্র প্রদেশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি। পরিস্থিতি এমনই যে বিদ্যুতের ব্যবহারে রাশ টানতে বাধ্য হচ্ছে রাজ্য সরকার। শুধু তাই নয় পাল্লা দিয়ে বিদ্যুতের দামও। দৈনিক ৬ ঘন্টা করে বন্ধ রাখা হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। বিদ্যুতের অভাবে ভুগছে সরকারি হাসপাতালগুলিও। টানা ৮ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় আনাকাপাল্লি জেলার নরসিপটনম হাসপাতালে মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে প্রসব করাতে হয় এক প্রসূতির।
রাজ্য জুড়ে বিদ্যুৎ সংকট চরমে ওঠায় শিল্প ক্ষেত্র গুলির জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে সরকার। নির্দেশিকায় বলা হয়েছে, যে সমস্ত শিল্পক্ষেত্রে ২৪ ঘণ্টা কাজ চলে সেগুলিতে ৫০ শতাংশ বিদ্যুৎ খরচ কমাতে হবে পাশাপাশি কর্মদিবস আপাতত সপ্তাহে ৫ দিন করতে হবে। বিদ্যুৎ মাশুল বৃদ্ধি পেয়েছে অন্তত ৬০ শতাংশ।
আরও পড়ুনঃ দিল্লির কোর্টের রায়ে স্থগিতাদেশ সিবিআই স্পেশাল কোর্টের, আকর প্যাটেলের দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা
বিরোধী দল তেলুগু দেশম পার্টি এই পরিস্থিতি নিয়ে প্রবল সোচ্চার হয়েছে জগন্মোহন সরকারের বিরুদ্ধে। জগন্মোহন রেড্ডি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিদ্যুৎ মাশুল কমানো, সে তো হয়ইনি উলটে বেসিক চার্জে ইউনিট প্রতি বিদ্যুৎ মাশুল বেড়েছে ১টাকা ৪০ পয়সা করে, আর পরের ধাপে তা বেড়েছে ইউনিট প্রতি ১ টাকা ৫৭ পয়সা করে। বিদ্যুৎ সংকটের জেরে রাজ্যের বহু অংশে দীর্ঘক্ষণ বন্ধ থাকছে বিদ্যুৎ সরবরাহ। টিডিপি-র সাধারণ সম্পাদক, চন্দ্রবাবু নাইডুর ছেলে নারা লোকেশ রাজ্য জুড়ে হাতপাখা, মোমবাতি ও হ্যারিকেন হাতে অভিনব প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন এবং প্রভূত সাড়া মিলেছে এই প্রতিবাদ মিছিলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584