ফুটবলারদের উৎসাহ দিতে গ্যালারিতে সেক্স ডল, বিতর্কে এফসি সিওল

0
215

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

করোনা আবহে রুদ্ধদ্বার স্টেডিয়ামে শুরু হয়ে গিয়েছে দক্ষিণ কোরিয়ার জাতীয় ফুটবল লিগ। লকডাউন পরবর্তী সময়ে কে লিগে প্রথম হোম ম্যাচ ছিল এফসি সিওলের। আর সেই ম্যাচেই ঘটল এক বিপত্তি।

sex doll | newsfront.co

করোনা পরিস্থিতির কারণে দর্শকশূণ্য গ্যালারিতেই হল ফুটবল ম্যাচ। সমর্থকদের অভাবে যাতে ফুটবলারা উৎসাহ না হারিয়ে ফেলেন, সেইজন্য এফসি সিওল এক অভিনব উদ্যোগ নেয়।

আরও পড়ুনঃ ২০২৪ অলিম্পিকের স্বপ্ন দেখছেন জাপানের কেন্তো মোমোতো

গোয়াংজু এফসির বিরুদ্ধে কে লিগের প্রথম হোম ম্যাচের সময় গ্যালারির দর্শকাসনে কিছু পুতুল সাজিয়ে রেখেছিল আয়োজকরা। মহিলাদের আদলে তৈরি পুতুলগুলি যে সেক্স ডল তা তাদের জানা ছিল না। এরপর ওই দর্শকাসনে থাকা সেক্স ডলগুলির ছবি সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে যায়।

এরপরই নিজেদের ভুল বুঝতে পারেন ক্লাব কর্তৃপক্ষ। এফসি সিওলের তরফে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে ক্ষমা চাওয়া হয় এবং জানিয়ে দেওয়া হয় যে, অজ্ঞতার কারণে ঘটা এই দুর্ঘটনার পুনরাবৃত্তি হবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here