মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
করোনা আবহে রুদ্ধদ্বার স্টেডিয়ামে শুরু হয়ে গিয়েছে দক্ষিণ কোরিয়ার জাতীয় ফুটবল লিগ। লকডাউন পরবর্তী সময়ে কে লিগে প্রথম হোম ম্যাচ ছিল এফসি সিওলের। আর সেই ম্যাচেই ঘটল এক বিপত্তি।
করোনা পরিস্থিতির কারণে দর্শকশূণ্য গ্যালারিতেই হল ফুটবল ম্যাচ। সমর্থকদের অভাবে যাতে ফুটবলারা উৎসাহ না হারিয়ে ফেলেন, সেইজন্য এফসি সিওল এক অভিনব উদ্যোগ নেয়।
2016 K League winners FC Seoul inadvertently used sex dolls rather than fashion mannequins to help fill empty stands this weekend. The club has apologised. Both the club and the supplier are pointing fingers at others. (It's not just COVID-19 you need to avoid catching!) #kleague pic.twitter.com/59rSU8XxYL
— Devon Rowcliffe (@WhoAteTheSquid) May 17, 2020
আরও পড়ুনঃ ২০২৪ অলিম্পিকের স্বপ্ন দেখছেন জাপানের কেন্তো মোমোতো
গোয়াংজু এফসির বিরুদ্ধে কে লিগের প্রথম হোম ম্যাচের সময় গ্যালারির দর্শকাসনে কিছু পুতুল সাজিয়ে রেখেছিল আয়োজকরা। মহিলাদের আদলে তৈরি পুতুলগুলি যে সেক্স ডল তা তাদের জানা ছিল না। এরপর ওই দর্শকাসনে থাকা সেক্স ডলগুলির ছবি সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে যায়।
এরপরই নিজেদের ভুল বুঝতে পারেন ক্লাব কর্তৃপক্ষ। এফসি সিওলের তরফে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে ক্ষমা চাওয়া হয় এবং জানিয়ে দেওয়া হয় যে, অজ্ঞতার কারণে ঘটা এই দুর্ঘটনার পুনরাবৃত্তি হবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584