ওয়েবডেস্ক, দিল্লী
সুপ্রিমকোর্ট ১৫ থেকে ১৮ বছর বয়সী স্ত্রীর সঙ্গে সহবাস ধর্ষণ বলে গণ্য হবে বলে রায় দিল আজ ।
বিচারক মদন বি লোকুর এবং দীপক গুপ্তর বেন্চ এই ঘোষণা দেন। একই সঙ্গে তারা দেশে বাল্যবিবাহ বাড়ার ঘটনা নিয়েও দুশ্চিন্তা প্রকাশ করেন।এই ঘোষণার সঙ্গে বৈবাহিক ধর্ষণ আইনের কোনো সম্পর্ক নেই বলে জানানো হয় ওই রায়ে।
ভারতের সংবিধানের ৩৭৫ ধারায় ধর্ষণ সম্পকির্ত আইনে বলা আছে, ১৫ বছরের উর্ধ্বে বয়স হলে স্ত্রীর সঙ্গে স্বামীর কোনো প্রকার যৌনাচার ধর্ষণ হিসেবে গণ্য করা হবে না। এই ধারাকে চ্যালেঞ্জ জানিয়ে আইন পরিবর্তনের আবেদন জানায় ‘ইনডিপেন্ডেন্ট থট’ নামেরএকটি এনজিও। তাদের মতে ভারতের বাল্যবিবাহ রোধের আইনের সঙ্গে ওই ধারা এবং ধর্ষণের মূল আইনের সঙ্গে এটি সম্পূর্ণ সাংঘর্ষিক। কন্যাশিশুর শারীরিক ক্ষতির দিক বিবেচনা করে ওই আবেদনের ভিত্তিতে অবশেষে এলো আদালনের এই রায়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584