শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
মুখ্যমন্ত্রীর চোখে রাজ্যের সমস্ত মানুষ সমান। একুশের বিধানসভা ভোটের আগে সেই ভাবমূর্তি তুলে ধরতে প্রচেষ্টার ত্রুটি রাখছে না প্রশাসন। যৌনকর্মী থেকে তৃতীয় লিঙ্গের মানুষজনের রাজ্যের অন্যান্য সাধারণ মানুষের মতোই বিনামূল্যের রেশন ব্যবস্থা সুযোগ দেওয়া হবে এমন ঘোষণা সোমবার নবান্ন থেকে করেছিলেন মুখ্যমন্ত্রী।
কাজে শুধু ফাঁকা বুলি নয়, তা প্রমাণ করতে মঙ্গলবার থেকেই তাঁদের ডিজিটাল রেশন কার্ডের সুবিধা দেওয়ার প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। সেপ্টেম্বরের মধ্যেই প্রত্যেকের হাতে ডিজিটাল রেশন কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ রোগীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে অপারগ! আনন্দলোক হাসপাতাল বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের
প্রসঙ্গত রাজ্যের সমস্ত মানুষজনের ডিজিটাল রেশন কার্ড না হওয়ায় রেশন পেতে সমস্যা হতে পারে, অনুধাবন করে আগে থেকেই ফুড কুপনের ব্যবস্থাও করছে খাদ্য দপ্তর। আগামী বছর জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশনের সামগ্রী তোলা যাবে। তবে এর মধ্যেই বিভিন্ন মানুষজনের ডিজিটাল রেশন কার্ড করিয়ে নেওয়ার জন্য জোর দিয়েছে খাদ্য দপ্তর।
আরও পড়ুনঃ বিশ্বভারতীর অশান্তির পিছনে কি রয়েছে কোনও ফান্ডিং, তদন্তে নেমে নথি তলব ইডির
করোনা আবহে যৌনকর্মীদের ও তৃতীয় লিঙ্গের মানুষজনের অভাব-অসুবিধার কথা প্রশাসনের শীর্ষ কর্তাদের মনে করিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এরপরই তাঁদের জন্য ডিজিটাল রেশন কার্ড বানানোর সিদ্ধান্ত নেওয়া হল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584