কোচবিহারে পাট্টার দাবিতে ভূমি সংস্কার দফতরের সামনে বিক্ষোভ যৌনকর্মীদের

0
106

মনিরুল হক, কোচবিহারঃ

villagers protest | newsfront.co
বিক্ষোভ ৷ নিজস্ব চিত্র

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও মেলেনি পাট্টা। আর এই পাট্টার দাবিতে ভূমি ও ভূমি সংস্কার দফতরের সামনে বিক্ষোভ দেখাল যৌন কর্মীরা । জানা যাচ্ছে, কোচবিহার শহরের ৬ নম্বর ওয়ার্ডের যৌনকর্মীরা জমির পাট্টা নিয়ে বিক্ষোভ দেখাল আজ। তাঁদের দাবি না মানা হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবে তো বটেই পাশাপাশি ৫০০ জন যৌনকর্মী ভোট বয়কট করবে বলেও জানিয়েছেন।

এবিষয়ে প্রিয়গঞ্জ কলোনীর বাসিন্দা, বুলবুলি বিবি, ছবি দাস ও বেলা রানি দে জানান, দীর্ঘদিন ধরে আমরা স্থানীয় তৃণমূল নেতৃত্বদের বলে আসছি কিন্তু কোন সুরহা হয়নি । অথচ রাস্তার পাশে থাকা সকলের পাট্টা হয়ে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত আমাদের পাট্টা মেলেনি ।

আরও পড়ুনঃ কম সময়ে উল্টো দিক থেকে লিখে রেকর্ড খুদে পড়ুয়ার

পাশাপাশি তাঁদের অভিযোগ, পাট্টার পাশাপাশি, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা হয়ে পড়ে রয়েছে কিন্তু রাস্তা সংস্কারের কাজও হচ্ছে না। তাঁদের দাবি অবিলম্বে মানতে হবে নাহলে তাঁরা ভোট বয়কটের পাশাপাশি বৃহত্তর আন্দোলনে নামবে বলেও জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here