নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
গতকাল থেকেই পরপর যৌন হেনস্থার অভিযোগে তোলপাড় হয়েছে সোশ্যল মিডিয়া। এই অভিযোগ উঠেছে ডিওয়াইএফআই-এর জেলা কমিটির সদস্য ঋদ্ধ চৌধুরীর বিরুদ্ধে। কিন্তু কেন? কারণটা জানলে চোখ কপালে উঠবে। কার্ল মার্কসের নামে দিব্যি কেটে দিনের পর দিন একাধিক তরুণীর কাছে ‘হট’ ছবি চেয়ে বেড়াতেন ঋদ্ধ চৌধুরী। তরুণীদের স্ক্রিনশটে তার প্রমাণ মিলছে।
সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পড়ুয়াদের কুরুচিকর প্রস্তাব দিয়েছেন উত্তর ২৪ পরগনার রাজারহাট নিউ টাউনের সিপিএম পার্টি সদস্য এবং ডিওয়াইএফআই জেলা কমিটির সদস্য ঋদ্ধ চৌধুরী। উদীয়মান এই বাম নেতার বিরুদ্ধে প্রথম অভিযোগ করেছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।
সম্প্রতি ফেসবুকে একটি কথোপকথনের অংশ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, পরীক্ষার বিষয়ে সাহায্য চাইতে প্রেসিডেন্সি চত্বরে ‘বড়দা’ নামে পরিচিত ঋদ্ধর সঙ্গে যোগাযোগ করলে বিনিময়ে তাঁর কাছ থেকে ‘হট’ ছবি দাবি করেন ঋদ্ধ!
এমনকি ওই ছাত্রী আপত্তি করলেও অভিযুক্ত ঋদ্ধ চৌধুরী বারবারই চাইতে থাকেন ছবি। ভিডিও চ্যাটিং অ্যাপ ডাউনলোড করার জন্য জোরাজুরিও করেন। অভিযোগকারিণীর স্ক্রিনশটে এই ঘটনা স্পষ্ট লক্ষ্য করা যায়।
এরপর একে একে অনেকেই তাঁর বিরুদ্ধে অভিযোগ জানাতে থাকেন। আরও এক তরুণীর পোস্ট করা স্ক্রিনশটে দেখা গেছে, বিকৃত যৌন ইঙ্গিত করছেন ঋদ্ধ, এবং কার্ল মার্ক্সের নামে শপথ নিয়ে অভিযোগকারিণীকে আশ্বস্ত করছেন, সমস্ত কথোপকথন ডিলিট করে দেওয়া হবে। আবার কোথাও অকপটে ঋদ্ধ চৌধুরী লিখেছেন, তিনি নিজে সিঙ্গেল, তাই এটাই তাঁর কাছে ‘মস্তি’র টাইম।
আরও পড়ুনঃ ফের চিকিৎসক নিগ্রহের অভিযোগ এনআরএস হাসপাতালে
এইভাবে একের পর এক স্ক্রিনশট ফেসবুকে ভেসে উঠতেই বুধবার এই নিয়ে চরম শোরগোল শুরু হয়। এর পর
একটি ফেসবুক পোস্টে অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়ে নিজেকে প্রকৃত বামপন্থী হিসাবে গড়ে তোলার শপথ নিয়েছেন ঋদ্ধ।
ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র বলেন, “সোশ্যাল মিডিয়ায় কোনও স্ক্রিনশটের ভিত্তিতে তো আর ব্যবস্থা নেওয়া যায় না। তবে ওঁর সঙ্গে কথা বলা হবে। দোষী প্রমাণিত হলে অবশ্যই ওঁর শাস্তি হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584