নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
সারা দেশ জুড়ে করোনা ভাইরাসের প্রভাব পড়েছে তীব্রভাবে। যার জেরে নাজেহাল অবস্থা জনজীবনের। রাজ্যের বাইরে আটকে পড়েছে বহু পরিযায়ী শ্রমিক। দুমুঠো অন্নের জন্য হাহাকার উঠছে অনেক জায়গায়। এই টালমাটাল পরিস্থিতিতে জনজীবন রুদ্ধ। আর এই পরিস্থিতির যথেষ্ট প্রভাব পড়েছে শিক্ষা ব্যবস্থার ওপরেও।এই করোনা ভাইরাসের জেরে পিছিয়ে গেছে পরীক্ষা, বন্ধ কলেজ, ইউনিভার্সিটি,স্কুল।
ঠিক এইরকম পরিস্থিতির সম্মুখীন হয়ে গত ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ঘোষণা করেন কলেজ সেমিস্টার এর বিষয়টি। তিনি জানান এইবছর একটাই সেমিস্টার হবে। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা জানায় ছাত্র সংগঠন এসএফআই।
We oppose @MamataOfficial's decision to join semesters nxt yr. Ths wl put immense pressure on students. Can CM declare ths? Wat abt autonomy of universities? We urge @itspcofficial to take opinion of all stakeholders including Student Orgs & talk to UGC. #SFIWB
— Srijan Bhattacharyya (@SrijanForYou) April 20, 2020
এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য এর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান’ আমরা কোনওভাবেই এই সিদ্ধান্ত মানছি না।এই সিদ্ধান্তে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের ওপর প্রচন্ত চাপ সৃষ্টি হবে। তাই এই সিদ্ধান্ত বদলাতে হবে।
আরও পড়ুনঃ রাজ্যজুড়ে র্যাপিড অ্যান্টিবডি টেস্টের সিদ্ধান্ত
এই ঘোষণা মাননীয়া নবান্ন থেকে করতে পারেন না। এর জন্য ইউ জি সি রয়েছে। তিনি আরও বলেন অবিলম্বে এই সিদ্ধান্ত বদল করে বোর্ডের সঙ্গে আলোচনা করে নতুন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে।
নবান্নে যাবেন কিনা এবিষয়ে জানতে চাইলে তিনি জানান এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা শুধুই চিঠি পাঠাব মাননীয়াকে। তাঁর থেকে সিদ্ধান্তের বদল আশা করব।’ এই সেমিস্টারের বিরোধিতা জানিয়ে আজ একটি কড়া ভাষায় টুইট করেন এসএফ আই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584