সুদীপ পাল,বর্ধমানঃ
জানুয়ারী মাসের ৮ এবং ৯ তারিখ সারাদেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়ে দিয়েছে বামপন্থীরা।এই অবস্থায় বর্ধমান বিশ্ববিদ্যালয় পরীক্ষা না নেওয়ার জন্য আবেদন জানাল এসএফআই। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দলের প্রতিনিধিরা দেখা করেন।তাঁরা বলেন, যেহেতু সারা ভারতবর্ষ জুড়ে সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে।তাই ধর্মঘটের দিন পরীক্ষা থাকে তা পেছানো হোক।প্রসঙ্গত উল্লেখ্য, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুই দিনই স্নাতক এবং স্নাতকোত্তর এর পরীক্ষা রয়েছে।আবার কুড়ি ডিসেম্বর এলএলবি পরীক্ষা পিছিয়ে দিয়ে ৯ জানুয়ারি রাখা হয়েছে। সংগঠনের জেলা কমিটির সম্পাদক অনির্বাণ রায় চৌধুরীর দাবি, দূরদূরান্ত থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার্থীরা আসবেন। সাধারণ ধর্মঘটের প্রভাব পড়বে যানবাহনে।তাতে পরীক্ষার্থীদেরই সমস্যা বাড়বে।সংগঠনের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে গত সেপ্টেম্বরেই ঘোষণা করে দেওয়া হয়েছিল যে ৮ এবং ৯ তারিখে ধর্মঘট হবে। বিষয়টি জেনেও বর্ধমান বিশ্ববিদ্যালয় কেন নির্দিষ্ট দুটি দিনে পরীক্ষা রাখলেন? এসএফআইয়ের দাবি, ছাত্র ছাত্রীদের অসুবিধের কথা ভেবেই পেছানো হোক পরীক্ষা।
আরও পড়ুন: নাচিন্দা জে কে গার্লস হাইস্কুলের সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584