প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
আত্মকেন্দ্রিক নয়, গণ্ডির চারপাশে নেই। শুধু প্রচারে নয়….মানুষের সাথে মানুষের পাশে ডিওয়াইএফআই, এসএফআই। রবিবার রাতে তরঙ্গপুর থেকে ফোন এসেছিল এসএফআই কালিয়াগঞ্জ হেল্প লাইনে। একজন মুমুর্ষু রোগীর রক্তের প্রয়োজন। মুহূর্তে সংগঠনের এক কর্মী পৌঁছালো রায়গঞ্জ হাসপাতালে। হাসপাতালে রক্তের চরম সঙ্কটে ব্লাড এক্সচেঞ্জ করে মুমুর্ষ রোগীর পাশে দাড়াঁলো এসএফআই কালিয়াগঞ্জ ব্লক লোকাল ২ কমিটির স্বেচ্ছাসেবীরা।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দান ঝাড়গ্রামের মহিলা উদ্যোগপতির
আবার সকালের আলো ফুটতে না ফুটতেই কুনোর থেকে গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী বেলা চ্যাটার্জির ফোন আসে কর্মীদের কাছে। খটসা গ্রামের প্রবীণ মানুষ বাড়িতে দুজন বৃদ্ধ বৃদ্ধা। কঠিন অসুস্থ। সেই অসুস্থ শরীর নিয়ে বৃদ্ধ বাইরে যেতেও পারছেন না। ওষুধ আনতে হবে। কারণ তার বাড়িতে ছেলে নেই আর মেয়ে জামাইদের বাড়িও দূরে।
ওনার প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করে ওনার হাতে পৌঁছে দিলেন এসএফআই নেতারা। এভাবে বাড়ি বাড়ি পৌঁছচ্ছেন কর্মীরা। যত দিন পর্যন্ত দেশজুড়ে লকডাউন চলবে ততদিন বাড়িতে বাড়িতে দুধ, জল, ঔষধ, বাজার পৌঁছে দিতে ডিওয়াইএফআই এবং এসএফআই কর্মীরা মানুষের জন্য প্রস্তুত থাকবেন বলে জানালেন সংগঠনের নেতারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584