নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
শিলিগুড়ি কলেজে ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগে এদিন শিলিগুড়ি কলেজের গেটের সামনেই বিক্ষোভ দেখায় এসএফআইয়ের কর্মীরা। এরপর বিক্ষোভ শুরু হতেই পাল্টা বিক্ষোভে সামিল হয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এই ঘটনায় ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর।
অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি থানার বিশাল পুলিশবাহিনী। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এসএফআইয়ের জেলা সভাপতি সাগর শর্মা বলেন যে “একমাত্র শিলিগুড়ি কলেজে ভর্তি নিয়ে সমস্যা হচ্ছে।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে বিজেপির অবস্থান বিক্ষোভ
আরও পড়ুনঃ মিড-ডে মিলের চাল চুরি
তাছাড়া আর কোন কলেজে হচ্ছেনা এবং বিষয়টি খতিয়ে দেখা হোক।” অপরদিকে শিলিগুড়ি কলেজের সাধারণ সম্পাদক অভিজিৎ ব্যানার্জি বলেন যে, “একটা মুছে যাওয়া দল। নিজেদের তুলে ধরার জন্য বিক্ষোভ দেখাচ্ছে। তৃণমূল ছাত্র পরিষদ সব সময় ছাত্রদের পাশে আছে এবং থাকবে। দুর্নীতি বললেই হয় না তার জন্য প্রমাণের দরকার। এটা পোর্টালের সমস্যা, আর কিছুই না।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584