মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক:
করোনা পরিস্থিতির জেরে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। যার কারণে একবছর আগে পরীক্ষা শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত আটকে রয়েছে বহু বিষয়ের রেজাল্ট। এবার সহ্যের সীমা পেরিয়ে গেছে। কোভিড বিধি মেনে যদি ২০২১-এর নির্বাচন হতে পারে, তাহলে স্কুল-কলেজ করোনা বিধি মেনে কেন খুলতে পারবে না? রাজ্যের কাছ থেকে এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। ফলে পুনরায় স্কুল-কলেজ চালু করার জন্য এক অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করছে সিপিএম-এর ছাত্র সংগঠন এসএফআই।
গেটের বাইরে ব্ল্যাকবোর্ড ঝুলিয়ে রাস্তাতেই ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। ছাদ নেই মাথার উপরে। ক্লাসরুমের চেনা চেয়ার, টেবিল বা বেঞ্চও নেই। রাস্তার উপর বসেই মন দিয়ে ক্লাস করছেন ছাত্রছাত্রীরা। নিউ নরম্যালের এই পড়াশোনার মধ্যে রয়েছে গাড়ির হর্ণ, হকারের চিৎকার। রাস্তার উপরে এভাবে ক্লাস করেই অভিনব প্রতিবাদ জানাচ্ছে সিপিএম-এর ছাত্র সংগঠন এসএফআই।
সংগঠনের নেতা অর্জুন রায় জানিয়েছেন, “করোনা বিধি মেনে হোটেল, বার, রেস্তোরাঁ খুলে দেওয়া হয়েছে। কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের কথা ভেবে স্কুল, কলেজ খোলার কোনও উদ্যোগ নিচ্ছে না সরকার। এর ফলে সাধারণ ছাত্রছাত্রীদের পড়াশোনায় অনেক ক্ষতি হচ্ছে। মানসিক ভাবেও ভেঙে পড়ছে তাঁরা। তাই করোনা পরিস্থিতিতির কথা মাথায় রেখে সব রকম করোনা বিধি মেনে অবিলম্বে ক্লাস রুম খোলার উদ্যোগ নিতে হবে সরকারকে। কিন্তু সরকার তা করছে না। তাই আমরা এর প্রতিবাদে আন্দোলনে নেমেছি। এ বিষয়ে যতদিন পর্যন্ত সরকার কোনও ইতিবাচক সিদ্ধান্ত নিচ্ছে না, ততদিন পর্যন্ত এভাবেই আমারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাব।”
আরও পড়ুনঃ নয়া বিদ্যুৎ বিলের বিরোধিতায় ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য শাখা, সাংসদদের ইমেল
মঙ্গলবার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এভাবেই রাস্তার উপর ক্লাস শুরু হয়েছে। চলবে আরও কয়েকটা দিন। বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনেও একই ভাবে ক্লাস শুরু হয়। আগামীদিনে এই রকম ভাবেই আরও বেশ কিছু জায়গায় ক্লাস করানোর পরিকল্পনা রয়েছে সিপিএম-এর ছাত্র সংগঠনের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584