শ্যামল রায়,নদীয়াঃ
মন্তেশ্বর থানার খাদরা গ্রামেশবশিবা মাতা পুজো ঘিরে প্রবল উৎসাহ উদ্দীপনায় মেতেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি এই পুজো মানে আমাদের কাছে দুর্গা উৎসবের মতন। পুজো চলবে আগামী রবিবার পর্যন্ত। পুজো ঘিরে এলাকায় বসেছে মেলা সেই সাথে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে।
জানা গিয়েছে যে আজ থেকে ৬০০বছর আগে নিত্যানন্দ মহাপ্রভু কুম্ভ মেলায় গিয়ে সেখানে এই ধরনের মূর্তি দেখেছিলেন। মূর্তি দেখে মহাপ্রভু এই অপূর্ব কালীমূর্তির পুজো শুরু করার ইচ্ছে প্রকাশ করেছিলেন।
তাই নবদ্বীপ শহরে বেদড়াপাড়ায়শব শিব মাতা পুজোর প্রচলন দেখেছিলেন রাসের সময়।
মন্তেশ্বর এর খাদরা গ্রামের বাসিন্দারা নবদ্বীপের রাস দেখতে গিয়ে ওই শবশিবা মাতার পুজো দেখে মূর্তির পুজো করবে বলে ঠিক করে ফেলেন বাসিন্দারা। কথিত আড়াইশো বছর আগে থেকে এই খাদরা গ্রামে শব শিবা মাতার পুজোর প্রচলন শুরু হয়ে যায়।
পুজো কমিটির সাথে যুক্ত অমর চক্রবর্তী জানান যে প্রতিবছর জৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে এই পুজো শুরু হয়।
সকাল থেকে ভক্তরা পুজো দিতে দীর্ঘ লাইন পড়ে যায়। পুজোয় বলিপ্রথা ও চালু আছে।
পূজো দেখতে আশেপাশের গ্রাম থেকে মানুষ ছুটে আসে। প্রতিদিন সন্ধ্যাবেলায় ভক্তদের ভিড় উপচে পড়ে।
মূর্তিটি দেখতে অপূর্ব। শবশিবা মাতা শব দেহের ওপরে ভোলানাথ তার উপরে দন্ডায়মান থাকেন শবশিবা মাতা।
এই পুজোর প্রধান বৈশিষ্ট্য যে পুজো শেষে কোন শোভাযাত্রা বের হবেনা স্থানীয় পুকুরে মূর্তির বিসর্জন হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584