ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
সম্ভবত চতুর্থবারের জন্য সাম্মানিক ডক্টরেট পেলেন বলিউডের বাদশাহ কিং খান শাহরুখ খান।লন্ডনের আইন বিশ্ববিদ্যালয় থেকে তাকে এই বিশেষ সাম্মানিক ডক্টরেট দেওয়া হয়।
বৃহস্পতিবার লন্ডনের আইন বিশ্ববিদ্যালয় ৩৫০ জন ছাত্র ছাত্রীর উপস্থিতিতে ইউনিভার্সিটি ল অফ গ্রাজুয়েশন সেরিমনিতে তাকে এই বিশেষ ডক্টরেট ডিগ্রি তে ভূষিত করা হয়।
Thank u for the honour @universityoflaw & my best wishes to the graduating students. It will encourage our team at @MeerFoundation to strive ‘selfishly’ to share more. pic.twitter.com/IBI1I6UlFY
— Shah Rukh Khan (@iamsrk) April 4, 2019
ডক্টরেট ডিগ্রি উপাধিতে ভূষিত হওয়ার পরে কিং খান টুইটার বার্তায় জানিয়েছেন ,” আমি বিশ্বাস করি দান সব সময় নীরবে ও সম্মানের সঙ্গে করা উচিত।দান পরে কেউ যদি তার প্রচার করে তাহলে তার মহৎ উদ্দেশ্যটাই ব্যর্থ হয়।জনতার দরবারে আমার যে পরিচিতি আছে সেই পরিচিতিকে কাজে লাগিয়ে আমি এই কাজগুলি আরও বেশি ভালোভাবে করতে পারি। সেবামূলক কাজ আমার হৃদয়ের ভীষণ কাছের।”
পাশাপাশি তিনি আরও জানান “নারী ক্ষমতায়ন, দুঃস্থদের পুনর্বাসন ও মানুষের অধিকার রক্ষার্থে আমি কাজ করি।আমি বিশ্বাস করি, এই পৃথিবী আমাকে অনেক কিছুই দিয়েছে তাই তার কিছুটা অন্তত আমার ফিরিয়ে দেওয়া উচিত।আমাকে যে এই সম্মানের নির্বাচন করা হয়ছে,তার জন্য আমি কৃতজ্ঞ।”
উল্লেখ্য ,৫৩ বছর বয়সী এই বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় তারকা একাধিক জনসেবামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন যার মধ্যে অন্যতম শিশু ও নারী কল্যাণ এবং ক্যান্সারের চিকিৎসা।শাহরুখ খান নেতৃত্বাধীন মীর ফাউন্ডেশন বর্তমানে দিশা দেখাচ্ছে বহু অসহায় মানুষদের।বর্তমানে মীর ফাউন্ডেশন অ্যাসিড আক্রান্ত মহিলাদের পাশে থাকার সংকল্প নিয়ে এগিয়ে চলেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584