নিজস্ব সংবাদদাতা, ওয়েবডেস্কঃ
শাহিনবাগের বন্দুকবাজকে দলে নেওয়ার পরেই তাড়ালো বিজেপি। ২৫ বছর বয়সী কপিল গুর্জর যে সিএএ বিরোধী শাহীনবাগ আন্দোলনে গুলি চালিয়ে কুখ্যাত, তাকে বুধবারই দলে নিয়েছিল বিজেপি, আবার তার অব্যবহিত পরেই কপিলকে দল থেকে বহিষ্কার করা হয়।
বিজেপির জেলা আহ্বায়ক সঞ্জীব শর্মার উপস্থিতিতে গাজিয়াবাদে এক অনুষ্ঠানে কপিল যোগ দেন গেরুয়া শিবিরে। কপিলের যোগদান প্রসঙ্গে সঞ্জীব শর্মা বলেন, “প্রায় শতাধিক সমর্থককে সঙ্গে নিয়ে কপিল গুর্জর যোগ দিয়েছেন দলে। এলাকায় ওঁর ভালো প্রভাব রয়েছে। দলের নীতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাজকর্মে উনি প্রভাবিত।”
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, গলায় মালা পরে শর্মার পাশে দাঁড়িয়ে রয়েছেন কপিল। দলে যোগদানের সময় মিষ্টিমুখও করানো হয় গুর্জরকে।
আরও পড়ুনঃ ষষ্ঠবারের বৈঠকে কৃষকদের দুটি দাবী মানল কেন্দ্র
গুর্জর বলেন, ‘‘আমরা বিজেপির সঙ্গে আছি। ওরা যা করে তার বেশিরভাগই হিন্দুদের জন্য। আমি সর্বদা হিন্দুত্ব ও জাতির জন্য বড় কিছু করতে চাইতাম। সে কারণেই আমি বিজেপিতে যোগ দিলাম। আমি অন্য কোনও দলের সঙ্গে যুক্ত নই। আমি আরএসএস-এরও অংশ।”
আরও পড়ুনঃ কৃষি আইন প্রণয়নের আগে আলোচনাই হয়নি কৃষকদের সঙ্গে! আরটিআই উত্তরে বিভ্রান্তি
কপিলের যোগদানের কয়েকঘণ্টা পরই এক প্রেস নোটে সঞ্জীব শর্মা জানান, “কপিল যে শাহিনবাগে ঘটা দুষ্কর্মে যুক্ত ছিল সে সম্পর্কে তাঁরা অবগত ছিলেন না। যখনই দল এ বিষয়ে জেনেছে, তখনই কপিলের সদস্য পদ বাতিল করা হয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584