বিহারে বর্ধিত নীতীশ মন্ত্রিসভায় স্থান বিজেপি নেতা শাহনাওয়াজের

0
119

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

সম্প্রসারণের ফলে নীতীশ কুমার মন্ত্রিসভার সদস্য হলেন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শাহনাওয়াজ হোসেন। ১৭ জন নতুন মন্ত্রীর মধ্যে ৯ জন বিজেপির। বিহার জোট সরকারের বড় শরিক বিজেপির মন্ত্রী সংখ্যা বেশি। কিন্তু রাজ্যের গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বে রয়েছে জেডিইউ। বিহারের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র, শিক্ষা, গ্রমোন্নয়ন, জলসম্পদের মত দফতরগুলোও রয়েছে নীতীশ কুমারের দলের হাতে।

Shahnawaz Hussain | newsfront.co
শাহনাওয়াজ হোসেন

মন্ত্রিত্বের তালিকায় উল্লেখযোগ্য নাম বিজেপির শাহনাওয়াজ হোসেন। তাঁকে শিল্প দফতরের দায়িত্ব দেওয়া হতে চলেছে বলে জানা গিয়েছে। ২০১৪ সালের লোকসভায় ভাগলপুরে হেরে যাওয়ার পর আর শাহনাওয়াজ ভোটে লড়েননি। গত মাসে বিহার বিধান পরিষদে নির্বাচিত হন তিনি। তারপরই নীতীশ মন্ত্রিসভায় স্থান হলো এই সংখ্যালঘু বিজেপি নেতার।

Bihar Cabinet Expansion | newsfront.co

২০১৯ সালে লোকসভায় প্রার্থী করা হয়নি শাহনাওয়াজ হোসেনকে। পরে তাঁকে দলের জাতীয় মুখপাত্র করা হয়। এবার বিহার বিধানসভায় দলের হয়ে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তারপরে রাজ্য মন্ত্রিসভায় শাহনাওয়াজ হোসেনকে নিয়ে আসা কার্যত দলের তরফে তাঁকে পুরস্কার দেওয়া হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ বাংলায় পরিবর্তন চায় জনতা, লালগড়ে বললেন নাড্ডা

মঙ্গলবারের সম্প্রসারণের পর নীতীশ কুমারের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় বিজেপির মন্ত্রী সংখ্যা দাঁড়ালো ১৬। তাঁদের হাতে রয়েছে মোট ২২ দফতর। জেডিইউ-এর ১৩ জন মন্ত্রীর হাতে থাকলো ২১ দফতর। এনডিএ জোটের দুই ছোট শরিক হিন্দুস্থান আওয়াম মোর্চা ও বিকাশশীল ইনসান পার্টির কাছে থাকলো একটি করে দপ্তর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here