কৃষক খুনে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে আড়াল করতেই ‘খান’ পদবির যুবককে নিশানা, দাবি মুফতির

0
64

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

শাহরুখ পুত্র আরিয়ান খানের গ্রেপ্তারি বিষয়ে ইতিমধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন বলিউডের শিল্পী মহল। এবার আরিয়ানের গ্রেপ্তারি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি

Mehbooba Mufti

মাদক কাণ্ডে সরাসরি আরিয়ানের নাম না করে মুফতি একটি টুইট করেন। টুইটে কেন্দ্রকে নিশানা করে পিডিপি নেত্রী লিখেছেন, শুধুমাত্র ধর্মীয় কারণেই কেন্দ্রীয় সংস্থা ‘নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো’ (এনসিবি) ’২৩ বছরের একটি ছেলের’ বিরুদ্ধে অতি সক্রিয়।

পাশাপাশি, উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষক খুনের প্রসঙ্গও টেনেছেন তিনি। সরাসরি কারও নাম না করে মুফতির দাবি, ওই ঘটনার মূল অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিসকে আড়াল করা চেষ্টা করছে মোদী সরকার।

আরও পড়ুনঃ দেশে ‘কয়লা সংকট’ নিয়ে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি

সোমবার নিজের টুইটার হ্যান্ডলে মেহবুবা লিখেছেন, ‘চার জন কৃষককে খুনের দায়ে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে ছেড়ে কেন্দ্রীয় সংস্থাগুলি ২৩ বছরের এক যুবকের পিছনে পড়েছে। কারণটা সহজ, তাঁর পদবি খান। বিজেপি-র ভোটব্যাঙ্কের বিকৃত ইচ্ছাপূরণের জন্য মুসলিমদের নিশানা করা হচ্ছে।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here