অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো জিতলেন ভারতের শৈলী

0
58

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

০.০১ মিটার অর্থাৎ মাত্র ১ সেন্টিমিটার দূরে থেকে গেল স্বর্ণ পদক, অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স বিশ্বচ্যাম্পিয়নশিপে রূপো জিতলেন শৈলী।

Saili singh
ছবি: টুইটার

অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স বিশ্বচ্যাম্পিয়নশিপে মাত্র এক সেন্টিমিটারের জন্য স্বর্ণ পদক অবধি না পৌঁছতে পারলেও কেনিয়ার নাইরোবিতে মহিলা লং জাম্পে রুপো জিতে নিলেন ভারতের শৈলী সিং। মহিলাদের লংজাম্পে ৬.৫৯ মিটার লাফিয়ে ছিলেন তিনি। এদিন স্বর্ণ পদক জিতে কৃতিত্ব অর্জন করলেন সুইডেনের মাজা (৬.৬ মিটার), রুপো জিতলেন ভারতের শৈলি এবং ব্রোঞ্জ জিতলেন ইউক্রেনের মারিয়া (৬.৫০ মিটার)।

 

মাত্র ০.০১ মিটারের (এক সেন্টিমিটার) জন্য দ্বিতীয় স্থানে নেমে গেলেন অঞ্জু ববি জর্জের স্বামী রবার্ট ববি জর্জের ছাত্রী শৈলি সিং। প্রথম স্থানে উঠে এলেন সুইডেনের মাজা অ্যাসক্যাফ। চতুর্থ চেষ্টায় ৬.৬০ মিটার লাফিয়েছিলেন মাজা।

আরও পড়ুনঃ বিশ্ব অ্যাথলেটিক্সে রুপো জয় ভারতের

উল্লেখ্য, শৈলির রূপো জেতার সাথে সাথে মোট তিনটি পদক এল ভারতে। গত শনিবার ১০ কিলোমিটার রেস ওয়াকে রুপো জেতেন অমিত খাতরি। এদিন সোনা জয় করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন অমিত। কারণ, শেষ দুটি ল্যাপের আগে পর্যন্ত শীর্ষে ছিলেন তিনি। সেইসময় জলপানের বিরতি নেওয়ায় তাঁর আর সোনা জয় করা হল না। শেষপর্যন্ত ৪২ মিনিট ১৭.৯৪ সেকেন্ডে রেস শেষ করে রুপো জেতেন তিনি। ৪২ মিনিট ১০.৮৪ সেকেন্ডে সোনা জেতেন হেরিংস্টোন। এছাড়াও, ৪২ মিনিট ২৬.১১ সেকেন্ড শেষ করে ব্রোঞ্জ জেতেন স্পেনের পল ম্যাকগ্রাথ। আর ইতিমধ্যে নাইরোবিতে ব্রোঞ্জও জিতেছে ভারতের ৪×৪০০ মিটার মিক্সড রিলে দল। চলতি বছরটা বেশ ভালোই কাটছে। অলিম্পিক্সেও সোনার পদক পেয়েছে ভারত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here