এবার হয়তো তাকে সবাই অবিশ্বাস করবে কলকাতায় এসে ভয় সাকিবের

0
195

অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ

বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্ট শুরুর আগে কলকাতায় এলেন বাংলাদেশের সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। উদ্দেশ্য কলকাতার কাঁকুড়গাছির ‘আমরা সবাই সার্বজনীন শ্যামাপূজা’ র উদ্বোধন করা। এই পুজোর আয়োজক তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ পাল তাকে আমন্ত্রণ জানিয়েছেন। এজন্য বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’।

kali idol | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

সাকিব অনুষ্ঠানস্থলে প্রবেশ করতেই জনতার ভিড় উপচে পড়ে। ‘সাকিব’ ‘সাকিব’ চিৎকারে মুখরিত হয়ে ওঠে চারপাশ। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে সাকিবকে মঞ্চে ওঠান আয়োজকেরা। তাকে ফুলে শুভেচ্ছায় বরণ করা হয়। মুঠোফোনের ক্যামেরা থেকে মিডিয়ার ক্যামেরার ফ্লাশ জ্বলেই যাচ্ছিল। সাকিব মঞ্চে উঠে সবার উদ্দেশ্যে হাত নাড়েন। আইপিএলে নিয়মিত খেলা সাকিব কলকাতায় তুমুল জনপ্রিয়। কলকাতা নাইট রাইডার্স তাকে ছেড়ে দেওয়ায় সমর্থকেরা ফ্র্যাঞ্চাইজিটির সমালোচনা করতেও ছাড়েননি।

আরও পড়ুনঃ আগামী মরসুমে নাইটদের নজরে ঋদ্ধি, ক্ষমতা কমতে পারে ভেঙ্কির

minister | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

কাঁকুড়গাছির এই পুজো এবার ৫৯তম বর্ষে পদার্পণ করল। এটি ‘পরেশ পালের পুজো’ নামে পরিচিত। তবে করোনা সংক্রমণের কারণে হাইকোর্টে নির্দেশে দীপাবলিতে আতশবাজি পোড়ানো যাবে না। পূজা মণ্ডপ নো এন্ট্রি জোন।

বাংলদেশের এক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঞ্চের সামনে দাঁড়ানো অসংখ্য ভক্তের উদ্দেশ্যে অনুষ্ঠান উদ্বোধনের আগে সাকিব বলেন, “‘কলকাতা আমার কাছে ঘরের মতো। তাই কলকাতার ডাক ফেরাতে পারি না। আমিও আমরা চাই চিরকাল ভারত-বাংলাদেশ সম্পর্ক অটুট থাক এবং আরো উন্নত হোক।“

আরও পড়ুনঃ প্রথা মেনে পূজিতা গোয়ালতোড়ের চক্রবর্তী বাড়ির মা কালী

maa kali | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

এছাড়া সদ্য তিনি নির্বাসন মুক্ত হন তাই আর হয়তো তাঁকে বিশ্বাস করবেন না সতীর্থরা। নির্বাসন থেকে ফেরার পর এমনই মত এই মুহূর্তে বিশ্বের সেরা এই অল রাউন্ডারের। তিনি জানিয়েছেন, বিশ্বকাপ চলার সময় থেকেই তিনি জানতেন যে আইসিসি তাঁর উপর নজর রাখছে।

আরও পড়ুনঃ সম্প্রীতির অনন্য নজির! হিন্দু-মুসলিম একত্রে কালীপুজো করে আসছে বংশীহারীতে

যার বিরূপ প্রভাব পড়েছিল তাঁর মনের উপর। যখন কোনও অনভিপ্রেত ঘটনা ঘটল না তখন তিনি চিন্তিত ছিলেন যে ভবিষ্যতে কী ধরনের সমস্যা হবে। উল্লেখ্য, বুকিদের সঙ্গে কথোপকথনের বিষয় গোপন করার অভিযোগে তাঁকে এক বছর আগে নির্বাসিত করেছিল আইসিসি। গত ২৯ অক্টোবর শেষ হয়েছে তাঁর নির্বাসনের মেয়াদ।

তবে এই নির্বাসনকে সাকিব ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন। তাঁর মত, এটা শাপে বর হওয়ার মতো ব্যাপার। তাঁর কাছে বহু নতুন দরজা খুলে গিয়েছে। নির্বাসনের সময় কেরিয়ারগত এবং মানসিক যে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছেন তা তাঁকে আগের থেকে পরিণত করেছে, বলছেন সাকিব। আগামী দিনে এই অভিজ্ঞতা কাজে লাগবে, জানিয়েছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here