অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে বর্ণবৈষম্যের শিকার হলেন চেতেশ্বর পূজারা অভিযোগ উঠল শেন ওয়ার্নের বিরুদ্ধে। যিনি ধারাভাষ্য দিচ্ছিলেন। বৃহস্পতিবার ভারতের টপ অর্ডারে যথারীতি প্রতিরোধ গড়ে তুলেছিলেন তিনি। সেই সময়েই ওয়ার্ন বলে বসেন, ইয়র্কশায়ারে চেতেশ্বর পূজারার নাম উচ্চারণ করতে পারত না ইংলিশরা। তাই ওঁকে স্টিভ বলে ডাকা হত।
এই ঘটনাতেই বর্ণবৈষম্যের ইঙ্গিত। তাঁদের বক্তব্য ইংল্যান্ডের ক্রিকেটারদের বর্ণবৈষম্যমূলক মন্তব্যে যেন প্রচ্ছন্ন সায় রয়েছে কিংবদন্তি স্পিনারের।
প্রসঙ্গত, পূজারার ‘স্টিভ’ নাম প্রাপ্তি বেশ বিতর্কিত ঘটনা। কিছুদিন আগেই ইয়র্কশায়ারের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ এনেছিলেন ক্লাবের এক প্রাক্তন কর্মী তাজ বাট।
আরও পড়ুনঃ বক্সিং ডে টেস্টে ফিরবেন ওয়ার্নার
ইয়র্কশায়ারের ক্রিকেট ফাউন্ডেশনে ডেভেলপমেন্ট আধিকারিক হিসাবে নিযুক্ত ছিলেন তাজ বাট। তিনি বলেছিলেন, “এশিয়ানদের ক্ষেত্রে ট্যাক্সি ড্রাইভার এবং রেস্তোরাঁ কর্মী বলে অপমান করা হত। চেতেশ্বর পূজারার নাম উচ্চারণ করতে পারত না বলে সবাই ওঁকে স্টিভ বলত।“ তার অভিযোগের পরেই তদন্ত শুরু হয়েছে ইয়র্কশায়ারে। এই বিষয়ে মুখ খুলে পূজারা আগে বলেন, “আমি অবশ্যই চেতেশ্বর শুনতে চাইব।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584