অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
লাল নয় এবার টেস্ট ক্রিকেট গোলাপি বলেই চাইছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা স্পিনার শেন ওয়ার্ন।
অ্যাডিলেডে ভারত ও অস্ট্রেলিয়া টেস্ট চলাকালিন কী বললেন, “গত কয়েক বছর ধরেই আমি বলে আসছি যে টেস্ট ক্রিকেট গোলাপি বলে করা হোক। শুধু দিন রাতের টেস্টে নয়। দিনের টেস্ট ম্যাচগুলোর ক্ষেত্রেও পিঙ্ক বলে ম্যাচ করা উচিত।“
আরও পড়ুনঃ বিরাট ভুলে গোলাপি বলের প্রথম দিনের শেষে ব্যাকফুটে টিম কোহলি
ওয়ার্ন আরও বলেন, “সত্যি বলতে, আমার মনে হয় মাঠে পিঙ্ক বল অনেক বেশি দৃশ্যমান। টিভিতেও লাল বলের থেকে পিঙ্ক বল দেখতে বেশি ভালো লাগে।
সেক্ষেত্রে লালের পরিবর্তে পিঙ্ক বলে ম্যাচ না খেলার কোনও মানে হয় না লাল বলের সিম তাড়াতাড়ি উঠে যায় বোলার রা কোনো সুবিধা পায় পায় না ২০ ওভার হয়ে গেলে সেখানে গোলাপি বলে জোরে বোলাররা পেস ও সুইং দুটোই পায় গোটা ম্যাচ তাই টেস্ট ক্রিকেট আকর্ষণীয় করতে গোলাপি বলই দরকার।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584