নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
আভাস মিলেছিল তিনি আর চেন্নাই সুপার কিংস দলে পরের মরসুমে থাকবেন না। কারণ আর সেই ফর্ম নেই তাই সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ান অল রাউন্ডার শেন ওয়াটসন।
আইপিএলে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি সুপার কিংসের সঙ্গে তাঁর তিন বছরের সম্পর্কে ইতি পড়ল৷ আগেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন৷ গত আইপিএলে চেন্নাইয়ের হয়ে দারুণ খেলেছিলেন ওয়াটসন৷ কিন্তু এবারের আইপিএলে দু’টি ম্যাচ ছাড়া সেরাটা দিতে পারেননি এই অজি তারকা৷
আরও পড়ুনঃ এবার বিরাটদের স্পনসর এমপিএল
রবিবার কিংস ইলেভেন ম্যাচের পর সব ধরণের ক্রিকেট থেকেই অবসর ঘোষণা করেন ওয়াটসন৷ কিংস ইলেভেন পঞ্জাবকে হারানোর পর সিএসকে ড্রেসিংরুম ছিল আবেগপ্রবণ৷ চেন্নাই সুপার কিংসের মতো ফ্র্যাঞ্চাইজিতে খেলাটা তাঁর কাছে সৌভাগ্যের বলেও জানান ওয়াটসন৷ একই সঙ্গে আইপিএল, পিএসএল, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের মত টুর্নামেন্ট গুলো তিনি মিস করবেন বলে জানান।
আরও পড়ুনঃ চেন্নাই দলে আগামী মরসুমে হবে বেশ কিছু বদল
রাজস্থান রয়্যালসকে প্রথম আইপিএল জেতাতে তিনি বড় ভূমিকা নেন তারপর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং ২০১৮ আইপিএলে সিএসকে-তে আসেন ওয়াটসন৷
প্রথম বছরেই চেন্নাইকে নির্বাসন কাটিয়ে উঠে চ্যাম্পিয়ন করাতে বড় ভূমিকা নিয়েছিলেন৷ ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে অপরাজিত সেঞ্চুরি করে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হয়েছিলেন। ২০১৯ আইপিএল ফাইনালে ও মুম্বই ম্যাচে কথা বলে ওয়াটসনের ব্যাট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584