তন্ময় মণ্ডল, কলকাতাঃ
উত্তর ২৪ পরগনার নীলগঞ্জের সভা থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব আইন নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন, মানুষকে বোকা বানাচ্ছেন। এটা খুবই খুবই বিস্ময়কর তো বটেই দেশের পক্ষেও ক্ষতিকর”।
এই সভাতে শুধু লকেট চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন না, ছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডাও। এই সভা থেকে শঙ্কুদেব পণ্ডা বলেন, ” রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের সংবিধান মানছেন না, রাজ্যের রাজ্যপালের কথা মানছেন না, তাই রাষ্ট্রপতি শাসন জারি হওয়া প্রয়োজন।”
একদিকে যখন রাজ্যের বিজেপির নেতা নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছেন তখন অন্যদিক থেকে তাদের বিরুদ্ধে সুর চড়ালেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল অর্থাৎ কেষ্ট বাবু। গতকাল মুরাইয়ের একটি জনসভা থেকে তিনি বলেন, “আপনাদের বাড়িতে যদি কেউ সমীক্ষা করার নাম করে যায় এবং আপনাকে জিজ্ঞেস করে আপনার বাড়িতে কতজন লোক আছে, আপনারা কোথা থেকে এসেছেন, কত সালে এসেছেন, ৭১ সালের দলিল আছে কিনা না, তখন আপনাদের একটি কাজ ঝাঁটার বাড়ি মেরে বাড়ি থেকে বের করে দেবেন। চিন্তা নেই মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আপনার পাশে আছেন।’’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584