নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
শুক্রবার শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভার সাংসদ শান্তা ছেত্রী।এদিন তিনি বলেন যে, ২০১৪ সালে ও ২০১৬ সালে একই দাবি জানিয়ে কেন্দ্রকে চিঠি করে ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী, তখন কোন গুরুত্বই দেওয়া হয়নি ।
ভোট আসতেই বিজেপি তাদের মার্কেটিং এজেন্ট দের দিয়ে সেই দাবি তুলছে। তারা পাহাড়ের মানুষ কে বোকা বানাতে চাইছে কারণ তারা পাহাড়ে বিজেপির মার্কেটিং এজেন্ট হয়ে কাজ করছে। পাহাড়ের মানুষের আর বিজেপিকে বিশ্বাস করে না।যারা দিল্লি গিয়েছে তারা এই ১১টি জনজাতির স্বীকৃতি নিয়ে আসলে আমরা তাদের স্বাগত জানাবো।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি
এবং বিজেপির ১৮জন সাংসদ রয়েছে তারা কি কাজ করছে? বিজেপির হাইকমান্ড যা বলে তারা সেই কথা তোতাপাখির মত বলতে থাকে। কোন কাজকি করেছে? শুধু বলতে থাকে রাজ্যে ডেমোক্র্যাসি নেই। দার্জিলিংএর সাংসদ বাগডোগরা বিমান বন্দরে নামবে আর বড় বড় কথা বলছে, তিনি কি কাজ করেছে বলতে পারবে। প্যান্ডেমিকের সময় তিনি কোথায় ছিলেন?
আরও পড়ুনঃ তৃণমূলের সংখ্যালঘু সেলেও ভাঙন, ইস্তফা দিলেন দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম
আমাদের রাজ্যের গত দশ বছরে রাজ্যের মুখ্যমন্ত্রী কি কি করেছে তার হিসেব দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছে। দল বদল প্রসঙ্গে তিনি বলেন, তারা তাদের সময় নষ্ট করছে। বিজেপিতে এখনও পর্যন্ত বাংলা থেকে যারা গিয়েছে তাদের কোন বড় পোস্ট দেয়নি। বিজেপির যারা রয়েছে তারা দল ভাঙিয়ে হাইকমান্ডকে খুশি করতে চাইছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584