নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এনসিপি প্রধান শরদ পাওয়ারের বৈঠক ঘিরে জোর জল্পনা জাতীয় রাজনীতিতে।শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। দুজনের মধ্যে বৈঠক চলে প্রায় ৫০ মিনিট ধরে। এদিকে সোমবার শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন, তার ঠিক আগেই শরদ পাওয়ার ও প্রধানমন্ত্রীর এই বৈঠকের বিষয়টি জানা যায় প্রধানমন্ত্রীর দফতরের টুইটার হ্যান্ডেল থেকে। আর তারপরেই জল্পনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।
গতমাসেই ভোট কৌশলী পিকের সঙ্গে বৈঠকে বসেন শরদ পাওয়ার। এছাড়া শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক হয় আরো বেশ কয়েকটি বিরোধী দলের নেতাদেরও। ওই বৈঠক ঘিরে অবিজেপি দলগুলির তৃতীয় বিকল্প জোটের সম্ভাবনার জল্পনা তৈরি হয় রাজনৈতিক মহলে। কিন্তু কংগ্রেসকে বাদ দিয়েই সে বৈঠক হয়, যদিও পাওয়ার পরে ঘোষণা করেন কোন বিকল্প জোট হলেও তা কখনোই কংগ্রেসকে বাদ দিয়ে সম্ভব নয়।
আরও পড়ুনঃ শোকপ্রকাশ করলেও চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকীর মৃত্যুর দায় এড়াল তালিবানরা
এদিকে কয়েকদিন আগেই রাহুল গান্ধীর বাসভবনে রাহুল -প্রিয়াঙ্কার সঙ্গে বৈঠক করেন পিকে। এই বৈঠকের পরই শোনা যাচ্ছিল, শরদকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী করার ব্যাপারে ভাবনাচিন্তা চলছে। যদিও সে জল্পনা এক কথায় উড়িয়ে দেন বর্ষীয়ান রাজনীতিক শরদ নিজেই।
আরও পড়ুনঃ উত্তরাখন্ড নির্বাচনের প্রাক্কালে আগামী ৫ বছরের জন্য আয়করে ছাড় রামদেবের পতঞ্জলিকে
আর তার পরেই ঠিক বাদল অধিবেশনের আগে মোদী-শরদ বৈঠক! স্বাভাবিক ভাবেই তা নিয়ে তৈরি হচ্ছে একাধিক জল্পনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584