মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
করোনায় জব্দ গোটা পৃথিবী। না, না, শুধু পৃথিবী নয় করোনায় জব্দ হয়েছেন আপনিও। কি হননি জব্দ? একটু ভেবে দেখুন তো আগের মতো ভালোবাসার মানুষের কাছে কি ছুটে চলে যেতে পারছেন এখন? পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত ইচ্ছা হলেই যেতে পারছেন? এই ভ্যাপসা গরমে ঘরে টেকা দায়, তাই হিমালয় ঘুরে আসতে পারেন তো এখন।

কিন্তু যেতে পারছেন কি? এবার তাহলে বলুন আপনি করোনায় জব্দ হয়েছেন কি হননি। হয়েছেন তো। করোনা আপনাকে, আমাকে নাজেহাল করে ছাড়ছে। তবে একজন কিন্তু এই রাক্ষুসে করোনাকে তার ধারে কাছে ঘেঁষতে দেয়নি। আর আপনি যদি তাকে সঙ্গী করেন তাহলে আপনিও থাকবেন নিরাপদে। কার কথা বলছি জানেন? সেই অতি সাহসী সঙ্গীটি হল সাইকেল।
আরও পড়ুনঃ ভারত-সহ ৬২ দেশের জোট তদন্ত করবে করোনা উৎপত্তি রহস্য
সম্প্রতি সরকার সাইকেলকেই নিরাপদ বাহন হিসাবে চিহ্নিত করেছে। শ্রমিকদের নিরাপদে কাজে ফিরে আসার উপায় হিসাবে একমাত্র সাইকেলকেই বেছে নেওয়া হয়েছে। আর এই খবর ছড়াতেই বাইসাইকেল নির্মাতা হ্যালফোর্ডসের শেয়ার দর ১৭ শতাংশ বেড়ে গিয়েছে। ব্রিটেনের বৃহত্তম রিটেলারের কথায় লকডাউন শুরু হওয়ার পরই সাইকেলের যন্ত্রাংশ বিক্রি ৫০০ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে। চলতি মাসে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সাইকেল বিক্রি হয়েছে।
পুরোনো সাইকেলগুলি মেরামত করে রাস্তায় বেরোচ্ছেন সাধারণ মানুষ। স্বাধীনভাবে পরিচালিত বেশ কিছু ছোট ছোট দোকান সম্প্রতি তাদের পুরোনো মজুত বিক্রি করে ফেলেছে। এর থেকেই বোঝা যাচ্ছে যে, এই লকডাউনে আর কিছুর চাহিদা বাড়ুক আর না বাড়ুক সাইকেলের চাহিদা কিন্তু ক্রমশ বেড়েই চলছে। আর ক্রেতাদের মনের মত সাইকেল প্রস্তুত করতে হিমশিম খাচ্ছেন সাইকেল বিক্রেতারা।
যুক্তরাজ্যের নানা শহর কর্তৃপক্ষ এই সাইকেল চালানোর বিষয়টায় কিভাবে সাড়া দিচ্ছে তার দিকে তাকিয়ে অপেক্ষা করছে বিভিন্ন সাইকেল গ্রুপ। জার্মানি পরিবর্তনশীল চিহ্নের মাধ্যমে সাইকেলের জন্য লেনগুলো সম্প্রসারণ করে দিয়েছে। প্যারিসে ৬৫০ কিলোমিটার পথ সাইকেল চালানোর জন্য চিহ্নিত করা হয়েছে। করোনায় কাবু গোটা বিশ্ব। তা স্বত্ত্বেও সাইকেলের রমরমা এতটুকুও কম নয়। করোনা যে সাইকেলকে তার আয়ত্তে আনতে পারেনি তা স্পষ্ট।
জীবাণুর বিরুদ্ধে লড়তে পথে নেমেছে সাইকেল। তাই সাইকেল চালানোর হিড়িক তো পড়বেই। তাহলে সবটাই তো জেনে গেলেন। এবার দূরদ্বীপবাসিনীর সঙ্গে দেখা করতে যাওয়াতেও আর কোনো বাধা রইল না। আপনার সঙ্গী তো আছেই। তবে আর কি, আপনার নিরাপদ বাহনকে নিয়ে আজই চলে যান প্রিয় মানুষটির সঙ্গে দেখা করতে। যদি ভাবেন এই একঘেয়েমি জীবনকে একটু বিশ্রাম দিতে একা কোথাও ঘুরে আসবেন তাও যেতে পারেন। আফটার অল সব বাহনের সেরা বাঙালির এই সাইকেল। কি, ঠিক বললাম তো?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584