নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের গবেষক শারজিল ইমামকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। এবার অভিযোগ ফেব্রুয়ারি মাসে দক্ষিণ পূর্ব দিল্লিতে ঘটে যাওয়া সাম্প্রদায়িক দাঙ্গায় জড়িত থাকার।
গত বছরের একটি সিএএ বিরোধী প্রতিবাদে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে শারজিল ইমামকে গ্রেফতার করে দিল্লি পুলিশ, রাখা হয়েছিল গুয়াহাটি জেলে।
দিল্লি পুলিশের একটি স্পেশাল সেল শারজিল ইমামকে গ্রেফতার করে দক্ষিণপূর্ব দিল্লির দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে ইউএপিএ আইনে এবং আসাম থেকে দিল্লিতে নিয়ে আসা হয়।
আরও পড়ুনঃ দাঙ্গায় অভিযুক্তদের সংবেদনশীল তথ্য সংবাদমাধ্যমকে দেওয়া যাবে নাঃ দিল্লি হাইকোর্ট
গুয়াহাটি জেলে থাকাকালে তিনি আক্রান্ত হন করোনাতে। তার আগে জানুয়ারি মাসে বিহারের জাহানাবাদ থেকে তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ, দেশদ্রোহিতার অভিযোগে।
এর আগে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে সিএএ বিরোধী সভায় দেশ বিরোধী মন্তব্যের কারণে তাঁর বিরুদ্ধে মামলা চলছে। এছাড়াও আরো দুটি কেসে তিনি গ্রেফতার হয়েছেন জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী বক্তৃতা দিয়ে জামিয়াতে দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584