বাংলাদেশে নকল মাস্ক সরবরাহকারী নেত্রীকে গ্রেফতার

0
54

মুনিরুল তারেক, বাংলাদেশঃ

নিম্নমানের মাস্ক সরবরাহের অভিযোগের মামলায় গ্রেফতার হয়েছেন অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী শারমিন জাহান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) পুলিশের রমনা বিভাগ আজ ২৪ জুলাই রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করেছে। রাত সাড়ে ১১টায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডি‌বির রমনা জোনের উপ-কমিশনার আজিমুল হক।

Sharmeen Jahan | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

এর আগে, গত ২৩ জুলাই রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রক্টর অধ্যাপক মোজাফফর আহমেদ বাদী হয়ে দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় শাহবাগ থানায় অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী শারমিন জাহানের বিরুদ্ধে মাস্ক জালিয়াতির ঘটনায় মামলাটি দায়ের করেন।

আরও পড়ুনঃ বিধি লঙ্ঘন করে সরকারি চাকরির পাশাপাশি ব্যবসা, নকল মাস্ক দেওয়ায় মামলা

মামলায় অভিযোগ করা হয়েছে, কোনো ফেস মাস্কের বন্ধনী ছিঁড়ে গেছে, কোনোটার ছাপানো ইংরেজিতে লেখা ‘ত্রুটিপূর্ণ’ পাওয়া গেছে। এসব ত্রুটি যাচাই করে কর্তৃপক্ষ বুঝতে পেরেছে এগুলো নকল মাস্ক। এগুলো ব্যবহার করলে কোভিড-১৯ সম্মুখযোদ্ধা স্বাস্থ্যকর্মীদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়তে পারতো।

এদিকে, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা (১৯৭৯) অনুযায়ী একজন সরকারি কর্মচারী তার চাকরির পাশাপাশি সাইড বিজনেস বা পার্ট টাইম চাকুরি করতে সরকারের অনুমতি নিতে হবে। অন্যথায় তা আচরণ বিধিমালা লঙ্ঘন হবে।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত বাংলাদেশের অভিনেত্রী সাদিকা পারভিন

অভিযোগ প্রসঙ্গে শারমিন জাহান বলেছিলেন, ‘আমরা নকল মাস্ক সরবরাহ করিনি। এসব প্রোডাক্ট চীন থেকে ইম্পোর্টেড (আমদানি)। এগুলোতো আমরা তৈরি করিনি। আমরা শুধু সাপ্লাই দিচ্ছি। প্রোডাক্ট খারাপ হলে, বিএসএমএমইউ প্রথমবারই আমাদের বলতে পারতো। আমরা সেটা যাচাই করে দেখতে পারতাম।’

সরকারি চাকরি করে ব্যবসায় জড়িত থাকার বিষয়ে প্রশ্ন করলে তিনি উত্তর না দিয়ে এড়িয়ে যান বিষয়টি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, তিনি চাকরি বিধি লঙ্ঘন করে অনুমতি না নিয়েই ব্যবসা করে যাচ্ছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here