রাহুল নাম তো সুনা থা… নাইট ব্যাটসম্যানের উদ্দেশ্যে টুইট শাহরুখের

0
69

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

মাঠে বলিউড বাদশাহ ও কেকেআর কর্ণধার শাহরুখ খান। আর শাহরুখকে চেন্নাই সুপার কিংস ম্যাচে জয় উপহার দেওয়ার প্রধান কান্ডারি নাইটদের তরুণ ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠি।

Sharukh Trupathi | newsfront.co
কোলাজ চিত্র

যখন নাইটদের গোটা ব্যাটিং লাইন আপ ব্যর্থ, তখন ওপেন করতে নেমে ৮১ রানের রাহুলের ইনিংস দলকে ভালো জায়গায় নিয়ে যায়। ম্যাচ শেষে টুইট করে একই সঙ্গে রাহুল ত্রিপাঠি এবং বোলারদের প্রশংসায় পঞ্চমুখ হলেন নাইট রাইডার্সের কিং খান।

তিনি বললেন,”আমাদের হাতে কয়েকটা রান কম ছিল। কিন্তু বোলাররা সেটা বুঝতে দেননি।” আর রাহুল ত্রিপাঠির প্রশংসা করতে গিয়ে নিজেরই এক বিখ্যাত সংলাপ ব্যবহার করলেন কিং খান। বললেন,”রাহুল নাম তো সুনা থা… কাম উসসে ভি কামাল হ্যায়।”

আরও পড়ুনঃ শাহরুখের সামনে ফের জয় নাইটদের, হেরে চাপে ধোনিরা

শাহরুখের টুইটের পালটা তাঁকে ধন্যবাদ দিয়েছেন রাহুল ত্রিপাঠিও। টুইটে তিনিও বললেন, ‘অনেক ধন্যবাদ আপনাকে। আপনার সামনে এই ইনিংস খেলতে পেরে নিজের স্বপ্ন পূরণ হল।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here