অধিবেশনের প্রথম দিনেই সেলফি বিতর্কে জড়িয়ে দুঃখপ্রকাশ কংগ্রেস সাংসদ শশী থারুরের

0
60

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনই বিতর্কে জড়ালেন কংগ্রেস সাংসদ শশী থারুর। সোমবার একটি ছবি টুইট করলেন, ৬ মহিলা সাংসদের সঙ্গে একটি সেলফি। সে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক সৃষ্টি হয় ছবির ক্যাপশন ঘিরে।

Shasi Tharoor with Women MPs
ছয় সহ সাংসদের সঙ্গে তোলা সেই বিতর্কিত সেলফি, ছবিঃ টুইটার

থারুরের সঙ্গে দলমত নির্বিশেষে সেলফিতে ছিলেন, সাংসদ প্রনীত কাউর, এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে, কংগ্রেস সাংসদ জোথিমনি, দক্ষিণ চেন্নাইয়ের কংগ্রেস সাংসদ তমিঝাচি থাঙ্গাপান্ডিয়া এবং দুই বাঙালী সাংসদ। বসিরহাট ও যাদবপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান এবং মিমি চক্রবর্তী। ছবির ক্যাপশনে এই ছয় সাংসদকে ট্যাগ করে থারুর লেখেন, ‘কে বলে, লোকসভা কাজ করার জন্য আকর্ষণীয় জায়গা নয়? আমার ছয় সহ-সাংসদের সঙ্গে এদিন সকালে।’

মহিলা সহকর্মীদের সৌন্দর্যকে নিশানা করার জন্য তাঁর নিন্দা করেন নেটিজেনরা। লেখিকা বিদ্যা কৃষ্ণান বলেন, ‘মহিলারা লোকসভায় আপনার কর্মক্ষেত্রকে ‘আকর্ষণীয়’ করে তোলার জন্য ঘর সাজাবার সামগ্রী নন। তাঁরা সংসদ সদস্য এবং আপনি তাঁদের অসম্মান করছেন এবং সেক্সিস্ট মন্তব্য করছেন’। বিতর্কের জেরে শেষ পর্যন্ত দুঃখ প্রকাশও করেন থারুর।

আরেকটি টুইটে তিনি লেখেন, সেলফির বিষয়টি হয়েছিল হাসির মেজাজে। আর মহিলা সাংসদরাই এই ছবিটি তোলেন ও হাসির মেজাজেই তাঁরা ছবিটি তাঁকে টুইটও করতে বলেন। সেই কারণেই ওই পোস্ট করেন তিনি। এছাড়াও থারুর বলেন, এতে কিছু লোক অসন্তুষ্ট হয়েছেন বলে তিনি দুঃখিত তবে নিজের কর্মক্ষেত্রে এই বন্ধুত্বপূর্ণ প্রদর্শনীতে যোগ দিতে পেরে তিনি খুশি।

আরও পড়ুনঃ অধিবেশন শুরুর দিনেই বাকি দিনগুলির জন্য সাসপেন্ড রাজ্যসভার ১২ জন সাংসদ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here