বিয়ের জন্য পাত্র চাই তবে নেওয়া থাকতে হবে ভ্যাকসিনের দুটি ডোজই, ভাইরাল পোস্ট

0
74

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

পাত্র-পাত্রী চাই এই বিজ্ঞাপন আজকের নয়, সংবাদপত্রের পাতায় বহুদিন ধরেই দেখা মেলে। তবে এবার কোভিডের এই প্রভাব দেখা গেল এই বিজ্ঞাপনের ওপরও। শশী থারুরও এই বিজ্ঞাপনটি নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন। যদিও এইসব বিষয়ে তার নাম থাকে খবরের শিরোনামে। টুইটারে তিনি লিখেছেন, “ভ্যাকসিনেটেড বর চাইছেন কনে! সন্দেহ নেই পছন্দের বিবাহের উপহারটি একটি বুস্টার শট হবে!? এটিই কি আমাদের নিউ নর্মাল জীবন?”

matrimonial page | newsfront.co
এই সেই বিজ্ঞাপন। সৌজন্যেঃ শশী থারুরের টুইটার হ্যান্ডেল

ওই বিজ্ঞাপন দেওয়া হয়েছে কনে পক্ষ থেকে। কাগজে লেখা, রোমান ক্যাথলিক মেয়ে, বয়স ২৪, গণিতে এমএসসি এবং স্বনির্ভর। এরপরই লেখা, রোমান ক্যাথলিক পাত্র চাই। কোভিশিল্ড ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়া হয়ে গেছে মেয়ের। ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়া হয়ে গেছে এবং বয়স ২৮ থেকে ৩০-র মধ্যে, স্নাতকোত্তর, স্বাধীন, শান্ত স্বভাবের, বই পড়তে ভালোবাসে এমন পাত্র যোগাযোগ নম্বর: ৯৮২২১৪২০৩৭ (হোয়াটসঅ্যাপ)।

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত জনজীবন। মানুষ জানতেন না কিভাবে নিজেকে বাড়ির মধ্যে আটকে রাখতে হয়। সপ্তাহশেষে বন্ধুদের সাথে আড্ডা, ঘুরে বেড়ানো, শপিংমল, সিনেমা, থিয়েটার এসবই ছিল নর্মাল জীবন। করোনার প্রভাবে এখন জীবনটা একটু অন্যরকম, বেশিরভাগ সময়টাই কেটে যায় ফোন আর না হয় ওয়ার্ক ফ্রম হোমে।

আরও পড়ুনঃ বিনামূল্যে সবাইকে ভ্যাকসিন দেবে কেন্দ্র সরকার, আর কি কি বললেন প্রধানমন্ত্রী

এরইমধ্যে এই বিজ্ঞাপন রীতিমত হইচই ফেলেছে সোশ্যাল প্লাটফর্মে। আর এবার করোনা ভাইরাসের কারণেই হয়তো দেখা মিলেছে এই অভিনব বিজ্ঞাপনের। এর আগে এমন কিছু ঘটেনি। তবে ভ্যাকসিন নিয়ে এই সচেতনতা নিঃসন্দেহে এক বিরল দৃষ্টান্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here